Nadia: পিছন দিক থেকে ধাক্কা মারল ট্রাক, মুহূর্তেই শেষ অন্তঃসত্ত্বার প্রাণ

Nadia: নদিয়ার শান্তিপুর কালনাঘাট সড়কের মুন্সিরপুল এলাকার ঘটনা। সেখানেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন।

Nadia: পিছন দিক থেকে ধাক্কা মারল ট্রাক, মুহূর্তেই শেষ অন্তঃসত্ত্বার প্রাণ
নদিয়ায় পথ দুর্ঘটনা (নিজস্ব ছবি)
Follow Us:
| Updated on: Jul 24, 2022 | 12:45 PM

নদিয়া: মর্মান্তিক দুর্ঘটনা। সাত-সকালেই তিন মহিলা পথচারীকে ট্রাকের ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু এক মহিলার। তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। গোটা ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

নদিয়ার শান্তিপুর কালনাঘাট সড়কের মুন্সিরপুল এলাকার ঘটনা। সেখানেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। সূত্রের খবর, শনিবার সকালে ওই এলাকার এক অন্তঃসত্ত্বা মহিলাসহ তিন মহিলা শান্তিপুর কালনা ঘাট সড়ক দিয়ে হেঁটে আসছিলেন। ঠিক তখনই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসছিল অপর একটি ট্রাক। ওই ট্রাকটি এসেই তাঁদের ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় সরস্বতী সদ্দার নামে এক মহিলার। আহত হন বাকি দু’জন। তাঁদের সকলকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষজন। এদের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলার শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে স্থানান্তরিত হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। এই ঘটনার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর স্থানীয় মানুষ। তাঁদের দাবি পুলিশের নজরদারি কম থাকায় বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই ধরনের দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর ট্রাক নিয়ে পলাতক চালক তার সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ। অবশ্য পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ।

অপরদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওনারা তিনজন সকাল-সকাল বেরিয়েছিল। সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক আসছিল। আচমকা ধাক্কা দেয় ওদের। ঘটনাস্থলেই ছিটকে পড়েন সকলে। প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তিন মহিলার মধ্যে একজন অন্তঃস্ত্বা ছিলেন। তাঁর অবস্থায় আরও খারাপ হয়ে যায়।’