PM Modi in Krishnanagar: মহুয়াগড় দখলে মরিয়া পদ্ম শিবির, সাংসদ শূন্য কৃষ্ণনগরে আসছেন মোদী

PM Modi in Krishnanagar: নদিয়াতেই ফের পড়তে চলেছে মোদীর পা। তা নিয়েই এখন জোর চর্চা নদিয়ার রাজনৈতিক মহলে। ভোটের মুখে মোদী আগমন যে জেলার পদ্ম কর্মীদের মনে নতুন করে অক্সিজেনের সঞ্চার করবে তা বলার অপেক্ষা রাখে না।

PM Modi in Krishnanagar: মহুয়াগড় দখলে মরিয়া পদ্ম শিবির, সাংসদ শূন্য কৃষ্ণনগরে আসছেন মোদী
নদিয়ায় আসছেন মোদী Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2024 | 9:10 PM

নদিয়া: হাতে আর মাত্র ক’টা দিন। তারপরই ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। ভোটের হাওয়ায় তপ্ত হতে শুরু করেছে গোটা দেশ। মাস ঘুরলেই বাংলায় আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় পা রেখেই সোজা আসবেন হুগলির আরামবাগে। সেখানে জনসভা শেষে রাতে আসার কথা রাজভবনে। পরের দিন ২ মার্চ তাঁর নদিয়া সফরের কথা রয়েছে। বিগত লোকসভা নির্বাচনে নবদ্বীপ থেকে বাংলায় নির্বাচনী প্রচার শুরু করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রসঙ্গত, প্রতি নির্বাচনেই বহু রাজনৈতিক দলকেই তাঁদের প্রচার-কর্মসূচি শুরু করতে দেখা যায় নদিয়ার পুণ্য়ভূমি থেকে। গত লোকসভা নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী এসেছিলেন নদিয়ায়। সভা হয়েছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরের মাঠে। রানাঘাটে বড় জয় ছিনিয়ে নিয়েছিল পদ্ম শিবির।

এবার সেই নদিয়াতেই ফের পড়তে চলেছে মোদীর। তা নিয়েই এখন জোর চর্চা নদিয়ার রাজনৈতিক মহলে। ভোটের মুখে মোদী আগমন যে জেলার পদ্ম কর্মীদের মনে নতুন করে অক্সিজেনের সঞ্চার করবে তা বলার অপেক্ষা রাখে না। এবারেও নদিয়ায় ভাল ফল করতে মরিয়া বিজেপি। ঘুঁটি সাজানোর প্রক্রিয়া প্রায় শেষ। শীঘ্রই সামনে আসতে চলেছে পদপ্রার্থীদের নাম। এরইমধ্যে মোদী আগমণে সাজ সাজ রব নদিয়ার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।

প্রসঙ্গত, সাংসদ পদ চলে গিয়েছে মহুয়া মৈত্রের। বর্তমান সাংসদশূন্য কৃষ্ণনগর। সেই কৃষ্ণনগরের দখল নিতে অনেক আগে থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে পদ্ম শিবির। সেই কৃষ্ণনগরকে পাখির চোখ করে সেখানেই হচ্ছে মোদীর সভা। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে হচ্ছে সভার আয়োজন। বর্তমানে জোরকদমে চলছে মঞ্চ তৈরির কাজ। মাঠের মধ্যেই হচ্ছে পূজা-অর্চনা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, মোদী এলে মাঠে নামবে জনজোয়ার। ভিড় হবে লক্ষ লক্ষ মানুষের। তবে ভোটমুখী বাংলায় এসে মোদী কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।