Rash mela 2023: রাস প্রতিমা নিরঞ্জনে গিয়ে আহত ৫

Rash mela 2023: এ দিকে, গোটা ঘটনায় আঙুল উঠছে প্রশ্নের মুখে নবদ্বীপ প্রশাসন। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা ছিল না অ্যাম্বুলেন্সের। ঘটনার পর নবদ্বীপ এলাকার বাসিন্দারা তড়িঘড়ি টোটো করে হাসপাতালে নিয়ে যায় আহতদের।পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন।

Rash mela 2023: রাস প্রতিমা নিরঞ্জনে গিয়ে আহত ৫
নদিয়ায় আহত পাঁচImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 8:51 AM

নবদ্বীপ: নদিয়ার নবদ্বীপের রাস অন্যতম জনপ্রিয় উৎসব এ রাজ্যে। তবে সেই উৎসবের মাঝেই ঘটে গেল অঘটন। রাসের প্রতিমা নিরঞ্জন করার সময় আচমকায় পড়ে গিয়ে আহত হয়েছে পাঁচ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন তাঁরা।

এ দিকে, গোটা ঘটনায় আঙুল উঠছে প্রশ্নের মুখে নবদ্বীপ প্রশাসন। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা ছিল না অ্যাম্বুলেন্সের। ঘটনার পর নবদ্বীপ এলাকার বাসিন্দারা তড়িঘড়ি টোটো করে হাসপাতালে নিয়ে যায় আহতদের।পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন।

স্থানীয় বাসিন্দা সৈকত সাহা বলেন, “আমি দূরে দাঁড়িয়ে ছিলাম। ঠাকুরটা পড়ে যাওয়ার পর পুরো ধুলো হয়ে যায়। ওই পাঁচজনও পড়ে যায়। প্রথমজনকে ভেবেছিলাম হয় মারাই গিয়েছেন। অনেক কষ্টে তাঁদের তুলেছি। ওইখানে কোনও অ্যাম্বুলেন্স ছিল না। তিনটে টোটো করে পাঁচজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অন্ততপক্ষে দশ-পনেরো জন আহত হয়েছে। তাঁদের মধ্যে এই পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।”