Nadia: ৬ মাস বন্ধ রেশন, আর কতদিন? প্রশ্ন তুলে ডিলারের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর

Nadia: এদিন বেশ কয়েক ঘণ্টা ধরে রেশন ডিলার কুশল কর্মীকারের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেন এলাকার কয়েকশো গ্রাহক। তাঁদের অভিযোগ, ডিলার ইচ্ছা করেই রেশনের সামগ্রী তাঁদের দিচ্ছেন না। রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প চালু করলেও তার সুবিধা তাঁরা পাননি।

Nadia: ৬ মাস বন্ধ রেশন, আর কতদিন? প্রশ্ন তুলে ডিলারের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর
তুমুল বিক্ষোভ এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 6:49 PM

চাপড়া: কোথাও দিনের পর দিন রেশন না দেওয়ার অভিযোগ, কোথাও আবার রেশন (Ration) মিললেও ওজনে কম, বিগত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার উঠেছে এই অভিযোগ। এবার একই অভিযোগ চাপড়া থানার তালুহুদা হাট পাড়া এলাকায়। রেশন সামগ্রী না পেয়ে ডিলারের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। খোঁজ মেলেনি ডিলারের। অভিযোগ, গত ৫-৬ মাস ধরে দেওয়া হচ্ছে না রেশন। বারবার বলার পরেও কোনও সুরাহা হয়নি। 

এদিন বেশ কয়েক ঘণ্টা ধরে রেশন ডিলার কুশল কর্মীকারের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেন এলাকার কয়েকশো গ্রাহক। তাঁদের অভিযোগ, ডিলার ইচ্ছা করেই রেশনের সামগ্রী তাঁদের দিচ্ছেন না। রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প চালু করলেও তার সুবিধা তাঁরা পাননি। এমনকী আগে যে রেশন সামগ্রী দেওয়া হয়েছে তাও ওজনে কম বলে অভিযোগ। তাতেই আরও বেড়েছে ক্ষোভ। 

সূত্রের খবর, সূচি অনুযায়ী এদিন রেশন দেওয়ার কথা থাকলে তা নিয়ে আসেন এলাকার লোকজন। কিন্তু, দেখা যায় এদিনও দেওয়া হচ্ছে না রেশন। উল্টে এও দেখা যায় রেশন ডিলারের বাড়ির গেট বন্ধ রয়েছে। তা দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। ক্রমেই আরও বাড়ে জমায়েত। দরজাতেও শুরু হয় ধাক্কাধাক্কি। কিন্তু, প্রচুর ডাকাডাকি করলেও ডিলারের কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রতিবাদীরা বলছেন, ভয়েই পালিয়েছেন ডিলার। সন্ধ্যা পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ। এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।