Nadia: নাকা চেকিংয়ে গাড়িটা আটকাতেই চোখ কপালে পুলিশের, নদিয়ায় উদ্ধার ১৫ লাখের গাঁজা

Nadia: এদিন গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কোচবিহার থেকে কলকাতায় আসছে একটি চারচাকা। তাতেই থরেথরে সাজানো রয়েছে গাঁজার প্যাকেট। কলকাতাতে পাচারের উদ্দেশেই নিয়ে যাওয়া হচ্ছে। তারপরই পাচারকারীদের ধরতে তৎপরতা বাড়িয়ে দেয় পুলিশ।

Nadia: নাকা চেকিংয়ে গাড়িটা আটকাতেই চোখ কপালে পুলিশের, নদিয়ায় উদ্ধার ১৫ লাখের গাঁজা
শোরগোল এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 7:43 PM

নদিয়া: প্রথমে জুন, তারপর জুলাই, বিগত কয়েক মাসে নদীয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একাধিকবার গাঁজা পাচারের খবর সামনে এসেছে। লক্ষ লক্ষ টাকার গাঁজা সমেত ধরাও পড়েছে কয়েকজন। এবার নদিয়ার হরিণঘাটা থানার কল্যাণী মোড়ের কাছে উদ্ধার প্রায় একশো কেজি গাঁজা। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকার কাছাকাছি। গ্রেফতার গাড়ির চালক-সহ দু’জন। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কোথা থেকে এই বিশাল পরিমাণ গাঁজা আনা হয়েছিল তা নিয়ে চলছে চর্চা।

এদিন গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কোচবিহার থেকে কলকাতায় আসছে একটি চারচাকা। তাতেই থরেথরে সাজানো রয়েছে গাঁজার প্যাকেট। কলকাতাতে পাচারের উদ্দেশেই নিয়ে যাওয়া হচ্ছে। এ খবর পেতেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী সব রাস্তাতেই জোরকদমে শুরু হয়ে যায় নাকা তল্লাশি। তৎপর হয় নদিয়ার পুলিশ। কল্যাণী মোড়ের কাছে জোরকদমে চলে নাকা চেকিং। 

এই নাকা চেকিংয়েই মেলে সাফল্য। গোপন সূত্রে যে ধরনের গাড়ির বর্ণনা পাওয়া গিয়েছিল সেইরকম একটি গাড়িকে আটকায় পুলিশ। শুরু হয় তল্লাশি। তাতেই গাড়ি থেকে উদ্ধার হয় ৯২ কিলো গাঁজা। খবর পেয়ে ঘটনাস্থলে যান  হরিণঘাটার বিডিও। কলকাতার কোন জায়গায় এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে খোঁজ-খবর শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের।