Nakashipara IC: অভিযোগ জানাতে যেতেই তেড়ে এলেন আইসি! চলল গালিগালাজ, ভিডিয়ো প্রকাশ অভিযোগকারীর
Nakashipara IC: অভিযোগকারীরা সেই ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখেন। তাঁদের দাবি, এটাই প্রথমবার নয়, এর আগেও অভিযোগ জানাতে গেলে আইসি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তাই এদিন অভিযোগ জানাতে যাওয়ার সময় মোবাইলে ভিডিয়ো তুলে রেখেছেন তিনি।
নাকাশিপাড়া: নালিশ জানাতে যেতেই তেড়ে এলেন আইসি। অভিযোগ জানাতে যেতে অভিযোগকারীর সঙ্গে যে ব্যবহার করা হল, তা দেখে হতবাক সাধারণ মানুষ। অভিযোগকারী ইতিমধ্যেই সামনে এনেছেন সেই ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে, নিজের টেবিল ছেড়ে উঠে এসে অশালীন ভাষা ব্যবহার করে গাসি দিচ্ছেন ওই পুলিশ অফিসার। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা।
অভিযোগ, নাকাশিপাড়া থানার গোবিপুরের বাসিন্দা হাশেম শেখের বাড়িতে চুরি করতে গিয়ে বৃহস্পতিবার রাতে হাতেনাতে ধরা পড়েন দুজন। এরপর পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হয়। সেই ঘটনার অভিযোগ জানাতে নাকাশিপাড়া থানায় যান হাসেম শেখ। অভিযোগ, সেই থানার কর্তব্যরত পুলিশ অফিসার তথা আইসি তাঁদের দেখা করতে বলেন। নাকাশিপাড়া থানার আইসি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে দেখা করতে গেলে তাঁদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধর করা হয় বলেও অভিযোগ।
অভিযোগকারীরা সেই ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখেন। তাঁদের দাবি, এটাই প্রথমবার নয়, এর আগেও অভিযোগ জানাতে গেলে আইসি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তাই এদিন অভিযোগ জানাতে যাওয়ার সময় মোবাইলে ভিডিয়ো তুলে রেখেছেন তিনি। তবে কী কারণে এভাবে পুলিশ দুর্ব্যবহার করল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃশানু রায় বলেছেন, অভিযোগ পেয়েছি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।