Road Accident: একের পর এক পথ দুর্ঘটনা, নদিয়ায় একদিনে প্রাণ গেল ৬ জনের
Nadia: পৌষমাসের শেষ শনিবার বিভিন্ন কালীবাড়িতে ভক্তদের ভিড়। নদিয়া থেকে বহরমপুরে বাইক নিয়ে গিয়েছিলেন তিন যুবক। দেবগ্রাম থেকে যান দু'জন। মাঝপথে আরও এক বন্ধুকে নিয়ে নেন তাঁরা। পুজো দিতে যান। কিন্তু সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়।
নদিয়া: জেলায় একের পর এক দুর্ঘটনা। একদিনে জেলায় মৃত্যু ৬ জনের। শনিবার রাতে বহরমপুর থেকে ফিরছিলেন তিন যুবক। বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ি থেকে বাইকে দেবগ্রামে ফিরছিলেন তাঁরা। দেবগ্রামের ধ্বজপুকুরের কাছে পথদুর্ঘটনাটি ঘটে। দেহগুলি শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায় পুলিশ।
পৌষমাসের শেষ শনিবার বিভিন্ন কালীবাড়িতে ভক্তদের ভিড়। নদিয়া থেকে বহরমপুরে বাইক নিয়ে গিয়েছিলেন তিন যুবক। দেবগ্রাম থেকে যান দু’জন। মাঝপথে আরও এক বন্ধুকে নিয়ে নেন তাঁরা। পুজো দিতে যান। কিন্তু সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়। একে তো কনকনে ঠান্ডা, তার উপর আবার জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি বাড়তে থাকে।
সূত্রের খবর, এরইমধ্যে ওই যুবকদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায়। ছিটকে পড়েন তিন যুবক। সে সময় পিছন দিক থেকে আসা একটি লরি এসে পিষে দেয় তিনজনকে। এতটাই কাছাকাছি চলে এসেছিল লরিটি, ব্রেক কষা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানার দেবগ্রাম ফাঁড়ির পুলিশ দেহ তিনটি উদ্ধার করে। রবিবার ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে দেহ তিনটি। অন্য দুটি পথ দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যু হয়। এদিকে, রবিবার রাতে বেতাইয়ের নতুন বাজারের সামনে আবার বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দ্রুতগতির এক মোটরসাইকেল অপর মোটরসাইকেলে ধাক্কা মারায় গুরুতর আহত দুই। ঘটনার পর উত্তেজিত জনতা একটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় উভয়কেই তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।