Suvendu Adhikari: ‘সরকার কেন পাশে নেই?’, হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ঘর বানিয়ে দেবেন শুভেন্দুরা

Suvendu Adhikari: নির্যাতিতার পরিবারের বাড়ির অবস্থাও বেশ বেহাল। বেড়া দেওয়া একটি ছোট্ট ঘরে থাকেন তাঁরা। তাঁদের ঘরের দুর্দশা দেখে শুভেন্দু বললেন, 'এই ঘরটা আমি করে দেব।'

Suvendu Adhikari: 'সরকার কেন পাশে নেই?', হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ঘর বানিয়ে দেবেন শুভেন্দুরা
শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 11:22 PM

নদিয়া: হাঁসখালির নির্যাতিতার (Hanskhali Victim) পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার পৌঁছে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুকে কালো ব্যাজ। শুভেন্দুকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার পরিবারের লোকেরা। শুভেন্দুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন পরিবারের সদস্যরা। শুভেন্দু তাঁদের আশ্বস্ত করে বললেন, ‘সিবিআই তো ভাল কাজ করছে। ৯ জন গ্রেফতার হয়েছে।’ শুভেন্দুর কাছে কাঁদতে কাঁদতে পরিবারের কাতর আর্তি, যাতে দোষীদের শাস্তি হয়। বিরোধী দলনেতাও তাঁদের আশ্বস্ত করলেন, ‘শাস্তি হবেই। আমরা ভুলে যাইনি।’ নির্যাতিতার পরিবারের বাড়ির অবস্থাও বেশ বেহাল। বেড়া দেওয়া একটি ছোট্ট ঘরে থাকেন তাঁরা। তাঁদের ঘরের দুর্দশা দেখে শুভেন্দু বললেন, ‘এই ঘরটা আমি করে দেব। আপনাদের ঘরটা ভাল করে সাজিয়ে দেব।’ সেই মতো দলের স্থানীয় নেতৃত্বদের বার্তাও দিয়ে রাখেন শুভেন্দু অধিকারী। পরিবারের লোকদের বললেন, ‘আমরা সবাই চাঁদা তুলে আপনাদের ঘরটা সারিয়ে দেব।’

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন, ‘কেন একবছর পেরিয়ে যাওয়ার পরেও এই পরিবারের লোকেরা ভাঙা ঘরে থাকবে? পরিবারের লোক কেন বলবে আমরা কিছু পাইনি, সরকার কোনও সাহায্য করেনি? কেন আমাদের নিজেদের এসে চাঁদা তুলে এই পরিবারকে সামান্য সাহায্য তুলে দিয়ে যেতে হবে? কেন বলতে হবে পরের বছর এসে এই ভাঙা বাড়ি দেখব না? কেন বলতে হবে বিজেপি বিধায়করা ২০০০ টাকা করে এক-দেড় লাখ টাকা তুলে একটি ঘর বানিয়ে দিয়ে যাব?’

উল্লেখ্য, গতবছরে হাঁসখালির নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। ঘটনায় নাম জড়িয়েছিল স্থানীয় এক তৃণমূল নেতার ছেলের। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালির ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। সেই ঘটনার পর অনেকদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও নির্যাতিতার বাড়ির অবস্থা দেখে রাজ্য সরকারের উপর বেজায় বিরক্ত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।