Nadia: ছ’মাসের শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Nadia: নদিয়ার শান্তিপুরের ঘটনা। সেখানে শান্তিপুর পৌরসভার বাসন্তী তলা এলাকায় বসবাস করেন কুন্তল রায়। বর্তমানে তিনি সেনাবাহিনীতে কর্মরত।

Nadia: ছ'মাসের শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
সুমন সরকার, অভিযুক্ত চিকিৎসক (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 4:26 PM

নদিয়া: মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ শিশুর শরীরে। ১০ মাসের মেয়াদ উত্তীর্ণ হওয়া ওই ভ্যাকসিনটি ছ’মাসের এক শরীরে দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকের। বিরুদ্ধে। ঘটনায় ভুল স্বীকারও করেছেন ওই বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ। ইতিমধ্যেই চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। এ দিকে, শিশুটিকে উদ্বিঘ্নে রয়েছে গোটা পরিবার।

নদিয়ার শান্তিপুরের ঘটনা। সেখানে শান্তিপুর পৌরসভার বাসন্তী তলা এলাকায় বসবাস করেন কুন্তল রায়। বর্তমানে তিনি সেনাবাহিনীতে কর্মরত। গত ২৫ তারিখ কুন্তলবাবু ও তাঁর স্ত্রী নিজের ছয় মাসের পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য শান্তিপুর মেডিক্যাল কেয়ার নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে পৌঁছন।

সেখানে কর্মরত চিকিৎসক ডাক্তার সুমন সরকার ছ’মাসের ওই শিশুকে পরপর দু’টি ভ্যাকসিন দেয় বলে অভিযোগ ওঠে। পরে সেই ভ্যাকসিন কার্ডে কুন্তলবাবু দেখতে পান, যে দু’টি ভ্যাকসিন দেওয়া হয়েছে তার মধ্যে একটির মেয়াদ ১০ মাস আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে।

এরপরই প্রতিবাদ করেন তাঁরা। অভিযোগ তখন হাসপাতাল কর্তৃপক্ষ ফ্রিজে থাকা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন সরিয়ে ফেলে । এরপর থেকেই ওই পরিবার শিশুটিকে নিয়ে আতঙ্কে ও উদ্বেগের মধ্যে রয়েছেন। যদিও, কত শিশুকে এই ধরনের ভ্যাকসিন দেওয়া হয়েছে তার কোনও তথ্য দেননি কর্তৃপক্ষ। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, “ভ্যাকসিন মুলত দেয় চিকিৎসকরা। এই চিকিৎসক ভুলবসত দিয়ে ফেলেছেন। এমনকী স্যার নিজেও ওদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কোনও অসুবিধা হলে অবশ্যই সাহায্য করা হবে।”  অপরদিকে, অভিযুক্ত চিকিৎসক নিজেও ভুল স্বীকার করে জানান, “আমার ১২ বছরের অভিজ্ঞতা। এমন ভুল কখনও হয় না। এবার ভুল হয়ে গেছে।”