Nadia Murder: চা দোকানের ভিতরেই বৃদ্ধ…দৌড়ে এসে এলাকাবাসী যা দেখলেন চক্ষু চড়কগাছ তাঁদের

Nadia: বৃদ্ধের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এলাকা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে।

Nadia Murder: চা দোকানের ভিতরেই বৃদ্ধ...দৌড়ে এসে এলাকাবাসী যা দেখলেন চক্ষু চড়কগাছ তাঁদের
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 6:30 PM

নদিয়া: নিত্যদিন বিকেল হলেই চা খেতে বের হতেন বৃদ্ধ। তবে এদিন যে এমন কাণ্ড ঘটে যাবে তা কেউ হয়ত কল্পনা করতে পারেননি। দোকানদার চা দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু নাছোড় ছিলেন ওই বৃদ্ধ। আর তারপরই ভয়াবহ পরিণতি। বৃদ্ধকে এলোপাথাড়ি কোপের অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে।

নদিয়ার রানাঘাটের ঘটনা। সূত্রের খবর, সোমবার রাত্রে একটি চায়ের দোকানে চা খেতে যান বছর সত্তরের বিশ্বজিৎ অধিকারী। অভিযোগ দোকানদার চা দিতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বচসা বাধে। মারমুখী হয়ে ওঠেন দোকানদার দিলীপ। অভিযোগ, এলোপাথাড়ি তাঁর মাথায় আঘাত করতে থাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বৃদ্ধের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এলাকা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। অভিযোগ, বাড়িতে যাওয়ার পর অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাঁকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা পর থেকে পলাতক অভিযুক্ত দিলীপ সরকার। গোটা ঘটনা তদন্ত নেমেছে রানাঘাট থানার পুলিশ।

এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, “কালকে রাত্রিবেলা চা খেতে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময় চা দিতে অস্বীকার করেন দোকানদার। তখনই আচমকা ধাক্কা গিয়ে ফেলে দেন তাঁকে। এরপর বয়স্ক লোকটার মাথায় ঘুষি মারে। মারতে মারতে ফেলে দেয়। আজ সকালে শুনি ওই বয়স্ক ব্যক্তি মারা গিয়েছেন।”