Nadia: হাসপাতালের শৌচালয়ের দরজা ভেঙে পালিয়ে গেল ডাকাতির ঘটনায় অভিযুক্ত বন্দি

Nadia: পুলিশ সূত্রে খবর, ধৃত সেই তিন অভিযুক্তর মধ্যে মহিদুল মণ্ডল নামের ওই বিচারাধী বন্দি উপসংশোধনারে অসুস্থ হয়ে পড়েন।

Nadia: হাসপাতালের শৌচালয়ের দরজা ভেঙে পালিয়ে গেল ডাকাতির ঘটনায় অভিযুক্ত বন্দি
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 8:14 AM

রানাঘাট: রানাঘাট হাসপাতাল থেকে পালিয়ে গেল বিচারাধীনবন্দি। ডাকাতির ঘটনায় ধৃতকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

সূত্রের খবর, গত সোমবার রানাঘাট থানার পুলিশ ডাকাত সন্দেহে সরকপাড়া থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। এরপর তাঁদের রানাঘাট আদালতে তোলা হয়। বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলে তাঁদের রানাঘাট উপসংশোধনাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত সেই তিন অভিযুক্তর মধ্যে মহিদুল মণ্ডল নামের ওই বিচারাধী বন্দি উপসংশোধনারে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে রানাঘাট হাসপাতালে ভর্তি করে উপসংশোধনাগার কর্তৃপক্ষ। অভিযোগ,এরপরই বুধবার হাসপাতাল থেকে পালিয়ে যায় মহিদুল। অন্য রোগীদের দাবি চিকিৎসাধীন হাসপাতালের শৌচালয়ের দরজার ভাঙা অংশ দিয়ে পালিয়ে গিয়েছে সে। পলাতক ওই বন্দির খোঁজে তল্লাশি শুরু করেছে রানাঘাট পুলিশ।