TMC MP Mahua Moitro: ষষ্ঠীতে কৃষ্ণনগরের পুজো উদ্বোধনে মহুয়া, পাঠ পড়ালেন সচেতনতার

TMC MP Mahua Moitro: মঙ্গলবার সর্ব প্রথম উদ্বোধন করেন তেহট্ট থানার বেতাই কলেজ পাড়ার দোলনচাঁপা আনন্দধারা মহিলা সমিতির দুর্গাপুজো। এরপর সেখান থেকে বেতাই ইটখোলাপাড়ায় যান তিনি। সেখান থেকে সাহাপুর হয়ে তেহট্টের বিভিন্ন এলাকায় একাধিক পুজো উদ্বোধন করেন মহুয়া।

TMC MP Mahua Moitro: ষষ্ঠীতে কৃষ্ণনগরের পুজো উদ্বোধনে মহুয়া, পাঠ পড়ালেন সচেতনতার
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (ফাইল ছবি)Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 1:58 PM

কৃষ্ণনগর: নিজের লোকসভা এলাকার পুজো উদ্বোধনে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitro)। ষষ্ঠীর দিন কৃষ্ণনগরের বিভিন্ন পুজো উদ্বোধন করতে দেখা গেল তৃণমূল সাংসদকে। বার্তা দিলেন সচেতনতার।

মঙ্গলবার সর্ব প্রথম উদ্বোধন করেন তেহট্ট থানার বেতাই কলেজ পাড়ার দোলনচাঁপা আনন্দধারা মহিলা সমিতির দুর্গাপুজো। এরপর সেখান থেকে বেতাই ইটখোলাপাড়ায় যান তিনি। সেখান থেকে সাহাপুর হয়ে তেহট্টের বিভিন্ন এলাকায় একাধিক পুজো উদ্বোধন করেন মহুয়া।

এ দিন, সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরে সাংসদ বলেন, “পুজোর দিনগুলিতে পুলিশ প্রশাসনের উপর খুব চাপ থাকে।” পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থীদের বার্তা দিয়ে মহুয়া জানান, ” এই পুজোর দিনগুলিতে পুলিশ প্রশাসনের উপরে প্রচুর চাপ থাকে। আপনারা সুষ্ঠুভাবে পুজো করুন। আনন্দ করুন, তবে সতর্ক থাকবেন। প্রশাসনের সমস্ত নির্দেশিকা মেনে চলবেন। দেখবেন আপনাদের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়।”

এ দিন, সাংসদের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তাপস কুমার সাহা,জেলা পরিষদের সদস্য দিলীপ পোদ্দার, তেহট্ট থানার আইসি অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিত্ব।