TMC-CPIM Clash: হাতে বোমা নিয়ে ঘুরছে যুবক, প্রতিবাদ করতেই CPM কর্মীদের দিকে ছুড়ে মেরে দে দৌড়

TMC-CPIM Clash: শনিবার এলাকার একটি দোকানে বসে চা খাচ্ছিলেন আনারুল মণ্ডল ও তাপস মিস্ত্রি। অভিযোগ সেই সময় এলাকায় বোমা নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে।

TMC-CPIM Clash: হাতে বোমা নিয়ে ঘুরছে যুবক, প্রতিবাদ করতেই CPM কর্মীদের দিকে ছুড়ে মেরে দে দৌড়
এলাকায় চাপা উত্তেজনা Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 9:58 AM

নদিয়া: ভোট মিটেছে প্রায় দু’সপ্তাহ কিন্তু, হিংসা এখনও থামছে না বাংলায়। এবার বোমার আঘাতে গুরুতর জখম হলেন নদিয়ার দুই সিপিআইএম (CPIM) কর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার মহৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার এলাকার একটি দোকানে বসে চা খাচ্ছিলেন আনারুল মণ্ডল ও তাপস মিস্ত্রি। অভিযোগ সেই সময় এলাকায় বোমা নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে। যুবকটি আবার এলাকায় তৃণমূল (Trinamool Congress) কর্মী হিসাবেই পরিচিত।

তাঁকে ওইভাবে প্রকাশ্য দিবালোকে বোমা নিয়ে ঘোরাঘুরি করতে দেখে কথা বলতে যান আনারুল। বোমা অন্য জায়গায় রেখে আসার অনুরোধ করেন। অভিযোগ, তখনই তাঁকে ও তাঁর বন্ধুকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনায়, দুজনেই জখম হন। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে। ঘটনায় এখনও পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। তবে পুলিশ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।