Road Accident: পথেই ওঁত পেতে বিপদ, বাইক দুর্ঘটনায় মৃত্যু ২ আরোহীর
Nadia: পলাশী বেতাই রোডে কাছে একটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরিতে বাইকটি ধাক্কা মারে।
নদিয়া: আনন্দ করে বেরিয়েছিলেন বাড়ি থেকে। কিন্তু পথে যে বিপদ ওঁত পেতে রয়েছে তা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি ওরা। জলসা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু দু’জনের। বরাত জোরে বেঁচে গেলেন একজন।
ঘটনাস্থান নদিয়া। মৃত দুই যুবকের নাম আব্দুল মোমিন আহমেদ(২৩), সেলিম আক্তার মণ্ডল (২১)। জানা গিয়েছে, পাঁচখেলা থেকে পলাশীতে জলসা দেখতে যাচ্ছিলেন তাঁরা। এরপর পথেই কালীগঞ্জ থানার গ্রাম পঞ্চায়েতে পলাশী বেতাই রোডে কাছে একটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরিতে বাইকটি ধাক্কা মারে। বাইকটিতে ছিলেন মোমিন, সেলিম সহ আরও একজন।
ধাক্কা মারার পরই বাইক থেকে ছিটকে পড়ে যায় দু’জন। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পলাশী মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
উল্লেখ্য,পথদুর্ঘটনায় (Road Accident) মৃত্যুর হার কমাতে কেন্দ্রের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘গুড সামারিটান স্কিম’ নামে এই প্রকল্পের আওতায় পথদুর্ঘটনায় আহতদের যথা সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে দিলে দেওয়া হবে উপযুক্ত পারিতোষিক, আগেই জানিয়েছিল কেন্দ্র। এবার মধ্য প্রদেশ (Madhya Pradesh Government) সরকার সেই প্রকল্প চালু করল। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক মনে করছে, এবার সেই সমস্ত ‘গুড সামারিটান’দের আরও উৎসাহিত করা প্রয়োজন। তাঁরা যাতে আরও বেশি করে বিপদে সহযাত্রীর পাশে দাঁড়ান। সে কারণেই একেবারে নগদ পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী, একজন পথচারী বছরে সর্বাধিক পাঁচবার পুরস্কৃত হবেন। সব থেকে বেশি যিনি এই পুরস্কার পাবেন, তার জন্য জাতীয় স্তরেও সম্মাননা অপেক্ষা করে থাকবে। কেন্দ্র সেই সম্মান দেবে। তা নগদ ১ লক্ষ টাকা পর্যন্তও হতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিক ভাবে ৫ লক্ষ টাকার অনুমোদন দিয়েছে পরিবহণ মন্ত্রক। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এই পুরস্কার দেওয়া হবে।
গাইডলাইনে বলা হয়েছে, দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করবেন ওই মহৎ পথচারী। সব রকম তথ্য প্রমাণ দেখে পুলিশ তাঁকে একটি অনুমোদনপত্র (Acknowledgement) দেবে। সেই অনুমোদনটিই জেলাস্তরে যে অ্যাপ্রাইজাল কমিটি তৈরি করা হবে তার কাছে যাবে। জেলাশাসক এই কমিটির শীর্ষে থাকবেন। তিনি পুলিশের সহযোগিতায় গোটা বিষয়টি খুঁটিয়ে দেখবেন। এরপরই সেই অনুমোদনটিতে ‘গুড সামারিটান’-এর সিলমোহর পড়বে। একই সঙ্গে ওই পথচারী সরাসরি দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। তার পরও পুলিশকে গোটা বিষয়টি জানাতে পারেন।
আরও পড়ুন: TMC Clash: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, তৃণমূল নেতার হাতে মার খেলেন খোদ নিজের দলের কর্মী