TMC Clash: তৃণমূল নেতার দাদাগিরি, বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বেধড়ক মার দম্পতিকে
Kalna: সোমনাথবাবুর সঙ্গে তার পরিবারেরই এক সদস্যের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এরই প্রতিবাদ করেছিলেন তৃণমূল ওই কর্মী।
কালনা: তৃণমূল নেতার বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় মারধর। শুধু তাই নয় যাদেরকে মারধর করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন একজন মহিলা। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাস্থান কালনা। অভিযুক্ত তৃণমূল নেতার নাম সোমনাথ পণ্ডিত। তিনি কালনার প্রাক্তণ তৃণমূল কাউন্সিলর সুকন্যা পণ্ডিতের স্বামী। অভিযোগ, সোমনাথবাবুর সঙ্গে তার পরিবারেরই এক সদস্যের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।
এইবার এই ঘটনার প্রতিবাদ করেছিলে এক দম্পতি। কিন্তু বিষয়টি ঠিক ভাবে মেনে নিতে পারেননি অভিযুক্ত সোমনাথ পণ্ডিত। এরপরই গতকাল প্রতিবাদী ওই কর্মীর বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় তারা। অভিযোগ,সেই সময় মারধর করা হয় ব্যক্তিকে। শুধু তাই নয় মার খেতে হয় ওই কর্মীর স্ত্রীকেও। এরপর জোর করে দম্পতিকে তাঁর নিজের ঘর থেকে বের করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। যদিও গোটা ঘটনাটি অস্বীকার করেছেন তৃণমূল নেতা সোমনাথ পণ্ডিত।
অন্যদিকে, তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ জানিয়েছেন এই ধরনের ঘটনা কেউ করে থাকলে সেটা ব্যক্তিগত ব্যাপার ।কেউ দলের নাম করে এই ধরনের ঘটনা ঘটালে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গতকালও মালদায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। যার জেরে চলল গুলি। গোলাগুলিতে আহত হলেন দলেরই এক নেতার দুই পুত্র তথা কর্মী। এলাকায় নামানো হল র্যাফ (RAF)। সূত্রের খবর, সোমবার মূলত এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংর্ঘষে তীব্র উত্তেজনা ছড়ায় মালদহের (Malda) হরিশচন্দ্রপুরে।
হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কাতলামারী এলাকা। মুহূর্তের মধ্যে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে গুলিতে আহত হন তৃণমূলের দুই কর্মী। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে তারপরেও থেমে নেই অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনি। তাতেও হয়নি। অবশেষে নামাতে হল র্যাফ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশচন্দ্রপুর এলাকার তৃণমূলের দুই দাপুটে তৃণমূল নেতার নাম উনসাহার ও বাসির। কাতলামারী এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে বেশ কিছুদিন তাঁদের দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল চলছিল বলে খবর। তার পর সোমবার সেই ঝামেলা তীব্র আকার নিল। এদিন বিকালে এলাকার দখল নিয়ে বচসা শুরু হয় দুই গোষ্ঠীর। এর পরই একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলে উপস্থিত বাসিরের দুই ছেলেই গুলিবিদ্ধ হন বলে খবর। গুরুতর আহত দুই জনকে প্রথমে এলাকার প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাঁচল স্পেশালিটি হাসপাতাল থেকে এবং পরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁদের। আহতদের একজনের পেটে এবং অপরজনের পিঠে গুলি লেগেছে বলে খবর।