Shantipur Local: চলন্ত শান্তিপুর লোকালের সামনে আচমকাই চার চাকার গাড়ি, পালপাড়ার কাছে ভয়ঙ্কর কাণ্ড

Nadia: প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটিতে ধাক্কা লেগে একেবারে তুবড়ে যায় চার চাকার গাড়িটি। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যহত হয় বলেও খবর।

Shantipur Local: চলন্ত শান্তিপুর লোকালের সামনে আচমকাই চার চাকার গাড়ি, পালপাড়ার কাছে ভয়ঙ্কর কাণ্ড
ট্রেনের সামনে চার চাকার গাড়িটি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 3:07 PM

নদিয়া: স্টেশনের কাছেই ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ট্রেন হিঁচড়ে নিয়ে গেল চার চাকার গাড়ি। শুক্রবার চাকদহের পালপাড়া এবং শিমুরালির মাঝে এই দুর্ঘটনা ঘটে। মনসাপোঁতায় ভয়াবহ এই দৃশ্য দেখা যায় এদিন দুপুরে। বরাত জোরে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রী। তবে এক পাশ দিয়ে গাড়িটি একেবারে তুবড়ে গিয়েছে। এদিকে এই ঘটনার পর ট্রেনে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। মাঝ লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকেই অনেককে নেমে পড়তে দেখা যায়। হইচই শুরু হয়ে যায় এলাকায়। শুরু হয় ছোটাছুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর লোকাল যাচ্ছিল মনসাপোঁতা দিয়ে। সাড়ে ১১টা নাগাদ শান্তিপুর থেকে ছাড়ে সেই ট্রেন। শিয়ালদহের দিকে যাওয়ার সময় পালপাড়া স্টেশনের আগেই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, গুরুতর আহত হয়েছেন কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটিতে ধাক্কা লেগে একেবারে তুবড়ে যায় চার চাকার গাড়িটি। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যহত হয় বলেও খবর। এক প্রত্যক্ষদর্শী রত্নেশ্বর অধিকারী বলেন, “লাইনের পাশে রাস্তা। গাড়িটা হঠাৎই রেল লাইনের উপরে উঠিয়ে দেয়। এদিকে আমরা তখন চলন্ত ট্রেনের গেটে। আমরা হাত দেখাচ্ছি। এদিকে ট্রেন ততক্ষণে গতি কমিয়ে নেয়। কিন্তু পুরোপুরি তো থামিয়ে দেওয়া সম্ভব হয়নি। এরপর গাড়িটায় ধাক্কা লাগে।”

এদিকে এই খবর পেয়ে আশেপাশের লোকজনও ছুটে আসেন। গাড়িটিকে উদ্ধার করে রেল লাইনের বাইরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় কারও গাড়ি বলেই মনে করা হচ্ছে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানা গিয়েছে। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রেল লাইনে উঠে পড়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে।