মাত্র দু’ঘণ্টার সফরেই দর্শন হবে মা তারার, হাতের কাছে ‘নতুন তারাপীঠ’
'নতুন তারাপীঠে' কষ্টি পাথরের তৈরি তারা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা হবে। প্রায় ৮০ ফুট উচ্চতায় তৈরি মন্দিরে মায়ের দর্শন করতে হতে হলে দর্শনার্থীদের ৫১ ধাপ পাথর বসানো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে
পাঁশকুড়া: মা তারার দর্শন পেতে কলকাতা থেকে প্রায় ছয় ঘণ্টা সফর করে আর তারাপীঠ (Tarapith) যাওয়ার প্রয়োজন পড়বে না। এবার মাত্র দু’ঘণ্টার সফরেই মা তারার দর্শন-প্রণাম সবই হবে।
তারাপীঠ মন্দিরের আদলেই দ্বিতীয় তারাপীঠ তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের চকগোপাল গ্রামে। নতুন তারাপীঠের নির্মাণকার্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মন্দিরের কাঠামো তৈরি প্রায় শেষের পথে। আনুসাঙ্গিক পরিকাঠামো তৈরির কাজও শিগগির শুরু হয়ে যাবে।
‘নতুন তারাপীঠে’ কষ্টি পাথরের তৈরি তারা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা হবে। প্রায় ৮০ ফুট উচ্চতায় তৈরি মন্দিরে মায়ের দর্শন করতে হতে হলে দর্শনার্থীদের ৫১ ধাপ পাথর বসানো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। পাশাপাশি ছয় একর জমি জুড়ে মন্দির-সহ তৈরি হচ্ছে সাধক বামাক্ষ্যাপার আশ্রম এবং বড় শ্মশান। আগামী ১২ জানুয়ারি প্রতিষ্ঠা হবে মা তারার মূর্তি, যে কারণে এখন জোরকদমে চলছে নির্মাণের কাজ।
আরও পড়ুন: রাজনীতিতে এসো না, সৌরভকে পরামর্শ অশোকের
দ্বিতীয় তারাপীঠ মন্দির কাছে পেয়ে খুশি জেলাবাসী। কয়েক কোটি টাকা খরচে তৈরি হচ্ছে এই মন্দির। স্থানীয় স্বর্ণকারদের উদ্যোগে ও তাঁদের ব্যক্তিগত খরচেই এই মন্দির তৈরি হচ্ছে। মন্দিরের পুরহিত জানান, বীরভূমের তারা মা যে ভোগ গ্রহণ করেন,এখানও মা একই ভোগ পাবেন। ওখানে পূজার্চনার যা নিয়মনীতি, এখানেও সেই একই নিয়মনীতি মেনেই হবে সবকিছু।
আরও পড়ুন: সৌমেন্দুর পর কি আরও ২ প্রশাসক ও বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ তৃণমূলের?