ভেস্তে গেল লক্ষ্মীলাভের পরিকল্পনা, মুক্তিপণ চেয়ে পুলিসকেই ডেরা চেনাল ছয় অপহরণকারী
মুক্তিপণ দেওয়ার ফাঁদ পেতে অপহরণকারীদের গোপন ডেরা অবধি পৌঁছে যায় পুলিস। মানিকচক, মোথাবাড়ি থানা ও মিল্কি ফাঁড়ির যৌথ অভিযানে গ্রেফতার হয় অভিযুক্তরা।
মালদহ: পোলট্রি ফার্ম থেকে তুলে নিয়ে গিয়ে মোটা অঙ্ক মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। কিন্তু সে পরিকল্পনায় জল ঢেলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিস। সঙ্গে হাতেনাতে পাকড়াও করে ছ’জন অভিযুক্তকেও। মালদহের মানিকচক থানার পুলিসের এই সাফল্যে খুশি অপহৃত ব্যবসায়ীর পরিবার। বুধবার ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়।
আরও পড়ুন: রাজ্যের একমাত্র ইউনানি মেডিকেল কলেজ সরকারিকরণের দাবিতে পথে পড়ুয়ারা
পুলিস সূত্রে খবর, অপহৃত ওই ব্যক্তির নাম মহম্মদ ফারুক। মানিকচক থানার চৌকি মিরদাদপুরের শ্যামপুর এলাকার বাসিন্দা তিনি। বাড়ির কাছেই মহম্মদ ফারুকের একটি পোলট্রির ফার্ম আছে। দিন তিনেক আগে রাতে সেই ফার্মেই ঘুমোচ্ছিলেন তিনি। অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে যায়। এরপরই ছয় লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে ফারুকের বাড়িতে। সঙ্গে সঙ্গে মানিকচক থানায় অপহৃতের পরিবার অভিযোগ জানায়। ওসি কুণালকান্তি দাসের নেতৃত্বে ময়দানে নামে টিম।
আরও পড়ুন: কলকাতায় ব্রিটেনের করোনা স্ট্রেন, আরটি-পিসিআর পরীক্ষা হবে ৪০০র বেশি যাত্রীর
মুক্তিপণ দেওয়ার ফাঁদ পেতে অপহরণকারীদের গোপন ডেরা অবধি পৌঁছে যায় পুলিস। মানিকচক, মোথাবাড়ি থানা ও মিল্কি ফাঁড়ির যৌথ অভিযানে গ্রেফতার হয় অভিযুক্তরা। ধৃতদের নাম করিম শেখ,মইনুল হক, রফিকুল ওরফে সর্দার, হুমায়ুন শেখ,সাবিউল খান ও কাদের শেখ। ধৃতরা কালিয়াচক মোথাবাড়ি ও ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা। অপহৃত মহম্মদ ফারুককে চিকিৎসার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।