Abhishek Banerjee on Sandeshkhali: বসিরহাটে গিয়ে সন্দেশখালির কথা অভিষেকের, জানিয়ে দিলেন দলের অবস্থানও

Abhishek Banerjee on Sandeshkhali: অভিষেক প্রশ্ন তোলেন, যাঁদের বিরুদ্ধে সন্দেশখালিতে মূলত নারী নির্যাতনের মতো অভিযোগ উঠেছিল, সেই শিবু হাজরা, উত্তম সর্দারকে কেন সিবিআই হেফাজতে নেওয়া হচ্ছে না? উল্লেখ্য, এই দু'জনকেও গ্রেফতার করেছে পুলিশ।

Abhishek Banerjee on Sandeshkhali: বসিরহাটে গিয়ে সন্দেশখালির কথা অভিষেকের, জানিয়ে দিলেন দলের অবস্থানও
সন্দেশখালি ইস্যুতে মুখ খুললেন অভিষেকImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2024 | 4:33 PM

বসিরহাট: রাজ্য-রাজনীতির শিরোনামে উঠে আসা সন্দেশখালি-কাণ্ডে এবার কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫৫ দিন নিখোঁজ থাকার পর গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। বর্তমানে সিবিআই হেফাজতে আছেন তিনি। শিবু হাজরা, উত্তম সর্দারদের কেন সিবিআই হেফাজতে নিচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর দাবি, অভিযোগ পেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায়। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়, মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলের সংগঠনকে দুর্বল করে দেওয়া।

আজ, বুধবার বসিরহাটের সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, “পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারও সঙ্গে দুর্ব্যবহার করেন, যদি কেউ ভেবে নেন যে পঞ্চায়েতে জিতেছেন বলে হাতির পাঁচ পা দেখেছেন- তাঁদের বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা রেয়াত করি না।” এরপরই তিনি উল্লেখ করেন, শেখ শাহজাহানকে ইডি বা সিবিআই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে।

অভিষেক প্রশ্ন তোলেন, যাঁদের বিরুদ্ধে সন্দেশখালিতে মূলত নারী নির্যাতনের মতো অভিযোগ উঠেছিল, সেই শিবু হাজরা, উত্তম সর্দারকে কেন সিবিআই হেফাজতে নেওয়া হচ্ছে না? উল্লেখ্য, এই দু’জনকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিষেক আরও বলেন, ‘শুধু শাহজাহান নয়, সুদীপ্ত সেনকেও গ্রেফতার করেছিল রাজ্যের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে দল।’ তাঁর দাবি, অন্য কোনও রাজনৈতিক দল নিজেদের নেতাদের জেলে ঢোকায় না। এদিন বসিরহাটে গিয়ে অভিষেক দাবি করেন, এবার বাংলা আর বাংলা-বিরোধীদের লড়াই।