Nimta Death: ‘বিনা চিকিৎসায়’ যুবকের মৃত্যু, চিকিৎসকের বাড়ি ‘ভাঙচুর’ স্থানীয়দের
Nimta: ২৫ বছর বয়সি এক যুবক রবীন কুণ্ডুর বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই ঘটনার আঁচ গিয়ে পড়ে চিকিৎসক গৌরব রায়ের বাড়িতে। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
নিমতা : যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। আর তার জেরে নিমতায় এক চিকিৎসকের বাড়িতে ভাঙচুর করা হল শুক্রবার দুপুরে। ঘটনাটি ঘটেছে নিমতার আলিপুর মোড়ের কুমারটুলিতে। ২৫ বছর বয়সি এক যুবক রবীন কুণ্ডুর বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই ঘটনার আঁচ গিয়ে পড়ে চিকিৎসক গৌরব রায়ের বাড়িতে। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে নিমতা থানার পুলিশ। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, তার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
স্থানীয় সূত্র মারফত খবর, রবীন কুণ্ডু নামে ওই যুবক চিকিৎসক গৌরব রায় হয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেন। শুক্রবার বাজার করতে বেরিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। অভিযোগ, সেই সময় চিকিৎসক গৌরব রায়কে ডাকা হলেও তিনি কোনওরকম সাহায্য করেননি। এরপর পুনরায় পরিবারের পক্ষ থেকে কাকুতি-মিনতি করে আবেদন জানানো হয় ছেলেটির চিকিৎসার জন্য। কিন্তু তাতেও চিকিৎসক গৌরব রায় কোনওরকম সাড়া দেননি বলেই অভিযোগ। পরিবারের বক্তব্য, চিকিৎসকের এ হেন আচরণের কারণেই মৃত্যু হয় ওই যুবকের। পরবর্তী সময়ে স্থানীয়রা চিকিৎসকের বাড়ি ঘিরে ভাঙচুর চালায়। যুবকের মৃত্যুতে এলাকায় তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
মৃত যুবকের দিদি জানিয়েছেন, “আমার ভাইয়ের কোনও রোগ ছিল না। এই গরমের জন্য হয়ত ভাইয়ের শরীর খারাপ করেছিল। উনি রাস্তায় বেরিয়েছিলেন বাজারের দিকে। হঠাৎ করেই শরীর অসুস্থ হয়ে যায়। ওখানকার লোক জল মাথায় দিয়ে, বাড়ি পর্যন্ত দিয়ে যায়। চিকিৎসক গৌরব রায়ের জন্য আমার ভাই এতদিন ধরে কাজ করে গিয়েছে, এখনও তাঁর বাড়িতে আমার ভাইয়ের গাড়ি রাখা আছে। আমার ভাই বলেছিল, আমি এরকম রোগী অনেক দেখেছি, আমাকে একটা ইঞ্জেকশন দিলেই আমি সুস্থ হয়ে যাব। কিন্তু ওই গৌরব রায়ের জন্য আমার ভাই একটা ইঞ্জেকশন পেল না। সেই কারণেই ভাই মারা গিয়েছে।”