TMC in Bagdah: কার পছন্দের লোক বসবে কো-অপারেটিভের সম্পাদক পদে? বাগদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

TMC : বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, "কিছু অসাধু চক্র পরিচালন সমিতির দখল নিতে চেয়েছিল। কিন্তু তৃণমূল কর্মীরা সেই পরিকল্পনা রুখে দিয়েছেন।" যদিও সেই অসাধু চক্র বলতে বিধায়ক কাদের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন তা স্পষ্ট নয়।

TMC in Bagdah: কার পছন্দের লোক বসবে কো-অপারেটিভের সম্পাদক পদে? বাগদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
বাগদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2022 | 10:46 PM

বাগদা : কো-অপারেটিভের সম্পাদক নির্বাচন নিয়ে বাগদায় ফের প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিরোধীরা বলে থাকেন, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল সর্বজনবিদিত । বাগদার হেলেঞ্চাতে অবস্থিত ১২ সদস্যের আষাঢ়ু লার্জ সাইজদ কো -অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের সম্পাদক ছিলেন হেলেঞ্চা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ বাইন । পরবর্তীতে ১ সদস্যের মৃত্যু হয় । দুই মাস আগে অনিমেষ বাইনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ১১ সদস্যের বোর্ড তাঁকে সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় । সোমবার ওই কো-অপারেটিভের নতুন সম্পাদক নির্বাচনের বৈঠক ছিল।

বাগদা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ ঘোষ জানিয়েছেন, বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্ব ব্লক সভাপতির পরিতোষ কুমার সাহা ও পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘর চন্দ্র হালদার চাইছেন গৌতম রায় নামে একজনকে সম্পাদক করতে। সেই মতো সোমবার গৌতম রায়ের নাম প্রস্তাব করা হয়। কিন্তু বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ও সহ-সভাপতি তরুণ ঘোষ আবারও অনিমেষ বাইনের পক্ষেই সমর্থন করেন। ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। ১১ সদস্যের ভোটাধিকার প্রয়োগের পরে ৬-৫ ব্যবধানে সম্পাদক হিসাবে জয়ী হন অনিমেষ বাইন।

এই বিষয়ে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “কিছু অসাধু চক্র পরিচালন সমিতির দখল নিতে চেয়েছিল। কিন্তু তৃণমূল কর্মীরা সেই পরিকল্পনা রুখে দিয়েছেন।” যদিও সেই অসাধু চক্র বলতে বিধায়ক কাদের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন তা স্পষ্ট নয়। তবে তৃণমূলের বাগদায় পূর্ব ব্লক সভাপতি এবং পশ্চিম ব্লক সভাপতি – দুই জনেই চেয়েছিলেন গৌতম রায়কে সম্পাদক পদে বসানো হোক। যদিও পশ্চিম ব্লক সভাপতি অঘর চন্দ্র হালদার এই বিষয়ে জানিয়েছেন, “পরিচালন সমিতি তৃণমূলের ছিল, তৃণমূলেরই আছে। এখানে কোনও গোষ্ঠী দ্বন্দ্ব নেই।”

তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল নিয়ে খোঁচা দেওয়ার কোনও সুযোগ হাতছাড়া করেনি বিজেপি শিবির। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি অমৃত লাল বিশ্বাস এই বিষয়ে জানিয়েছেন, ” কোচবিহার থেকে কাকদ্বীপ, বীরভূম থেকে বাগদা… চিত্র একই। পদ চাই, তার জন্য মারামারি, খুনোখুনি। আজ তৃণমূল তৃণমূলকে মারছে। ওরা কিছুদিন আগে গায়ের জোরে ভোট করেছিল। সেটাই এখন কে কম খাবে কে বেশি খাবে, এটাই মূল ব্যাপার। তৃণমূল দলটা এখন আসলে কাটমানির দল হয়ে গিয়েছে।”

আরও পড়ুন : Soumitra-Sujata: বাঁকুড়ায় গেলে হুমকির অভিযোগ, সুজাতার আবেদনে ডিভোর্সের মামলা বাঁকুড়া থেকে সরাল হাইকোর্ট