Asha Worker: আবাস যোজনার সার্ভেতে করে মিলছে হুমকি, ডেপুটেশন জমা অঙ্গনওয়ারি কর্মীদের
আশা কর্মীদের অভিযোগ আবাস যোজনার সার্ভে করতে পাঠানো হচ্ছে তাঁদের। সেই সার্ভের পর বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
বারাসত: আবাস যোজনার ঘর সার্ভে করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গনওয়ারি ও আশা কর্মীদের। তারই প্রতিবাদে বারাসাতে উত্তর-চলনা জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দিলেন অঙ্গনারী কর্মীরা। শতাধিক আশা কর্মী আজ জেলাশাসকের দফতরের সামনে জমায়েত করেন। সেখানে প্রতিবাদ জানানোর পর জেলা শাসককে স্মারকলিপি জমা করেন। এবং তাঁদের দাবি দাওয়ার কথা জানান।
আশা কর্মীদের অভিযোগ আবাস যোজনার সার্ভে করতে পাঠানো হচ্ছে তাঁদের। সেই সার্ভের পর বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের। পাশপাশি হেনস্থার অভিযোগও করেছেন কেউ কেউ। এই কাজ করতে গিয়ে তাঁদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন অঙ্গনওয়ারি কর্মীরা। নিরাপত্তা সুনিশ্চিত না হলে অঙ্গনওয়ারি কর্মীরা সার্ভের সঙ্গে যুক্ত না থাকার হুমকিও দিয়েছেন বৃহস্পতিবার।
আবাস যোজনাযর সার্ভে ঘিরে এর আগেও একাধিক অভিযোগ করেছিলেন অঙ্গনওয়ারি কর্মী এবং আশা কর্মীরা। সেই সমস্যার সমাধানের জন্যই এ দিন তাঁরা জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে আসেন। হেনস্থা বা হুমকির সম্মুখীন যাতে না হতে হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে বলেন। আগামী দিনেও যদি একই রকম ভাবে যাদের উপর মানসিক বা শারীরিক অত্যাচার হতে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, এই হুঁশিয়ারিও এ দিন দিয়েছেন অঙ্গনাওয়ারি ও আশা কর্মীরা।