Sandeshkhali: শাহজাহানের আগাম জামিনের মামলা পিছিয়ে যাবে?

Seikh Shahajahan: ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন নিয়ে ইডির বিশেষ আদালতে যান শেখ শাহজাহান। তবে সেখান থেকে ফিরতে হয়েছে তাঁকে। শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করে ইডি। ইডির আইনজীবীর বক্তব্য ছিল, আগাম জামিন পেলে লন্ডন চলে যেতে পারেন তিনি। আগাম জামিনের আবেদন খারিজও হয়ে যায়। 

Sandeshkhali: শাহজাহানের আগাম জামিনের মামলা পিছিয়ে যাবে?
শেখ শাহজাহানImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2024 | 10:06 PM

উত্তর ২৪ পরগনা: শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন মামলার শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। ২৮ জানুয়ারি শেখ শাহজাহান আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন বারাসত আদালতে। সোমবার ২৬ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়। তবে দুই আইনজীবী মারা যাওয়ার কারণে বারাসত আদালতে সোমবার কাজ হবে না। সেক্ষেত্রে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানিরও তারিখ পরিবর্তন হতে পারে বলে আদালত সূত্রে খবর। তবে বিশেষ ক্ষেত্রে যদি শেখ শাহজাহানের আইনজীবী বার অ্যাসোসিয়েশনের কাছে এই মামলা করানোর জন্য আবেদন করেন, সেক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রাখতে হবে।

ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন নিয়ে ইডির বিশেষ আদালতে যান শেখ শাহজাহান। তবে সেখান থেকে ফিরতে হয়েছে তাঁকে। শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করে ইডি। ইডির আইনজীবীর বক্তব্য ছিল, আগাম জামিন পেলে লন্ডন চলে যেতে পারেন তিনি। আগাম জামিনের আবেদন খারিজও হয়ে যায়।

এদিকে ২৯ ফেব্রুয়ারি আবারও শাহজাহানকে ডেকেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। পর পর ৪ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়েছেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। এদিকে বারবার তাঁর আইনজীবী ছুটেছেন আদালতে। একইসঙ্গে বারাসত আদালতেরও দ্বারস্থ হন তিনি। ২৬ তারিখ এ মামলারই শুনানির কথা।