Saugata Roy on Jadavpur: যাদবপুরকাণ্ডের জন্য বোসকে তুললেন কাঠগড়ায়, নয়া উপাচার্যকে বিজেপির লোক বলে কটাক্ষ সৌগতর

Saugata Roy on Jadavpur: “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা অংশে রয়েছে এসএফআই। একটা অংশে রয়েছে ফেটসু নামের নকশাল ছাত্র সংগঠন। এরাই যাদবপুর বিশ্ববিদ্যালয় র‌্যাগিং করে।” তোপ সৌগতর।

Saugata Roy on Jadavpur: যাদবপুরকাণ্ডের জন্য বোসকে তুললেন কাঠগড়ায়, নয়া উপাচার্যকে বিজেপির লোক বলে কটাক্ষ সৌগতর
সৌগত রায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 6:45 PM

টিটাগড়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনায় সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কাঠগড়ায় তুলে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। একইসঙ্গে নবনিযুক্ত উপাচার্যকে বিজেপির লোক বলেও কটাক্ষ করলেন তিনি। এদিন টিটাগড়ে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌগত। সেখান থেকেই শিক্ষাক্ষেত্রের দুর্দশা নিয়ে মুখ খোলেন তিনি। 

টিটাগড়ের দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে সৌগত রায় বলেন, “শিক্ষাক্ষেত্রে এখন একটা চূড়ান্ত দুর্দশা তৈরি হয়েছে। এই দুর্দশা দিল্লি থেকে তৈরি করা হয়েছে। একটা উদ্ভট রাজ্যপালকে পাঠানো হয়েছে। তিনি সব উপাচার্যকে পরিবর্তন করে দিচ্ছেন। নিজের ইচ্ছেমতো সবটা করছেন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনাও করছেন না। নিজের মর্জি মতো উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন। আমি প্রকাশ্য সভামঞ্চ থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিন্দা করছি। যাদবপুরকাণ্ডের জন্য রাজ্যপাল ১০০ শতাংশ দায়ী। রাজ্যপাল জোর করে বিজেপি করে এমন একটা লোক বুদ্ধদেব সাউকে উপাচার্য করে দিয়েছেন। যার নাম কোনওদিন শুনিনি।” 

এরপরই সৌগতর নিশানায় ছিল বামেরা। এসএফআই ও নকশালপন্থীদের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা অংশে রয়েছে এসএফআই। একটা অংশে রয়েছে ফেটসু নামের নকশাল ছাত্র সংগঠন। এরাই যাদবপুর বিশ্ববিদ্যালয় র‌্যাগিং করে। আজকে এই সমাবেশ থেকে আওয়াজ উঠুক, আমরা র‌্যাগিং করব না, র‌্যাগিং হতে দেব না। যারা র‌্যাগিং করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। এ ছড়া কোনও বিকল্প নেই।” এদিকে যাদবপুরের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে গেরুয়া প্রসঙ্গ জুড়ে যেতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, “রাজ্যপাল কাকে নিয়োগ করবেন, তা তাঁর অধিকারেই তিনি করবেন। তবে যাদবপুর উপাচার্যহীন অবস্থা থেকে উপাচার্য পেয়েছে। রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে বাংলার মানুষের ওঁর উপর আস্থা আছে।”