Clash at Sodepur: ইট ছুড়লেন অটো চালকেরা, বাসে বসেই রক্তাক্ত যাত্রী, রণক্ষেত্র সোদপুর
Clash at Sodepur: ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। বাসে হামলার প্রতিবাদে ও রুটের সব বাসও বন্ধ করে দেওয়া হয়েছে।
বারাসত: বাসে যাত্রী ওঠানো নিয়ে বাস চালকের সঙ্গে অটোচালকদের বচসা। আর তার জেরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সোদপুর স্টেশন রোড। বাসে চলল ভাঙচুর। বাস লক্ষ্য করে ইট ছুড়লেন অটোচালকরা। ইটের ঘায়ে আক্রান্ত হন বাসের কন্ডাকটার ও মহিলা যাত্রী। বাসে বসে থাকা ওই মহিলা যাত্রীকে রক্তাক্ত অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণেশ্বরের দিক থেকে বারাসতের দিকে যাচ্ছিল ডি এন ৪৩ রুটের একটি বাস। সেই সময় সোদপুর স্টেশন রোডে দাঁড়িয়ে থাকা অটোর চালকদের সঙ্গে বাস কন্ডাকটার ও বাস চালকদের বচসা শুরু হয়। যাত্রী ওঠানো নিয়েই আপত্তি জানান অটোচালকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। বাস চালক ও যাত্রীদের ওপর অটোচালকদের হামলার প্রতিবাদে ডিএন ৪৩ রুটের বাস বন্ধ রাখা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাস থামিয়ে যাত্রী তোলা হয়ে গিয়েছিল। সেই সময় পিছন দিক থেকে আর এক যাত্রী হঠাৎ ছুটে গিয়ে বাসে ওঠার চেষ্টা করেন। বাস চালক থেমে গিয়ে ওই যাত্রীকে তোলেন। কেন ওই যাত্রীকে তোলা হল, সেই প্রশ্ন তুলেই চীৎকার করতে শুরু করেন অটো চালকরা। তারপরই শুরু হয় বচসা। তবে যাত্রী ভরা বাসের ওপর যেভাবে হামলা হয়েছে, তাতে রীতিমতো আতঙ্কিত যাত্রীরা।