Sikkim Flash Flood: সিকিমে হানিমুনে গিয়ে বিপর্যয়ের মুখে বাগদার নির্মল-অঞ্জনা, চিন্তায় ঘুম উড়েছে বাবা নিতাইয়ের

Sikkim Flash Flood: ফোন পেয়ে উদ্বেগ খানিকটা কাটলেও মনে শান্তি নেই নির্মল বাইনের বাবা মা ও বোনের। যতক্ষণ না তাঁদের দেখতে পাচ্ছেন ততক্ষণ শান্ত হতে পারছেন না। প্রার্থনা একটাই, ভাল করে ঘরে ফিরুক ঘরের ছেলের। প্রসঙ্গত, হড়পা বানের পর জানতে পারা গিয়েছিল সিকিমে আটকে রয়েছেন প্রায় ৩ হাজার পর্যটক।

Sikkim Flash Flood: সিকিমে হানিমুনে গিয়ে বিপর্যয়ের মুখে বাগদার নির্মল-অঞ্জনা, চিন্তায় ঘুম উড়েছে বাবা নিতাইয়ের
চিন্তায় গোটা পরিবার Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 5:19 PM

বাগদা: সিকিমে হানিমুনে গিয়ে আর ঘরে ফেরেনি ছেলে-বউমা। তাতেই চিন্তায় ঘুম উড়েছে বাবা-মায়ের। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রানিহাটি গ্রামের বাসিন্দা নির্মল বাইন ও অঞ্জনা বাইন চৌধুরী গত রবিবার বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সিকিমের উদ্দেশ্যে। কিন্তু, হড়পাবানের পর থেকে তাঁদের আর কোনও খোঁজ মেলেনি। পরিবাবের সদস্যরা জানাচ্ছেন, ছেলে-বউমার সঙ্গে শেষ কথা হয়েছিল মঙ্গলবার। কিন্তু তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি। 

এদিকে প্রিয়জনের চিন্তায় প্রশাসনের দ্বারস্থ হয়েছিল পরিবার। উদ্বেগ নিয়ে যোগযোগ করতে থাকেন হেল্প লাইনে। উত্তরেও নানা প্রান্তে যোগাযোগ করে ছেলে-বউমার খোঁজ করতে থাকেন। এরইমধ্যে শিলিগুড়ির আর্মি ক্যাম্প থেকে শুক্রবার ফোন আসে পরিবারের কাছে। ফোনটা ধরেছিলেন নির্মলের বাবা নিতাই বাইন। জানানো হয়, সিকিমে আটকে রয়েছেন নির্মলবাবু ও অঞ্জনা দেবী। তবে তাঁরা ভাল আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁদের ঘরে ফেরার ব্যবস্থা করা হবে। 

ফোন পেয়ে উদ্বেগ খানিকটা কাটলেও মনে শান্তি নেই নির্মল বাইনের বাবা মা ও বোনের। যতক্ষণ না তাঁদের দেখতে পাচ্ছেন ততক্ষণ শান্ত হতে পারছেন না। প্রার্থনা একটাই, ভাল করে ঘরে ফিরুক ঘরের ছেলের। প্রসঙ্গত, হড়পা বানের পর জানতে পারা গিয়েছিল সিকিমে আটকে রয়েছেন প্রায় ৩ হাজার পর্যটক। তার মধ্যে প্রচুর বাঙালি রয়েছেন বলে খবর। যদিও শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে সংখ্য়াটা বর্তমানে ২ হাজার। অন্যদিকে এখও তিস্তার দুই পাড়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দল, ভারতীয় সেনা। রোজই উদ্ধার হচ্ছে দেহ।