Bangladesh Export: বাংলাদেশের আঁচ এবার পড়তে চলেছে বাংলার বাজারে, লস ঠেকাতে বড় প্ল্যান ভারতীয় ব্যবসায়ীদের
Bangladesh Export: পেট্রাপোলের আগে পার্কিংয়েই মাছ নষ্ট হয়ে গিয়েছে। মাছ পচার দুর্গন্ধে টেকা দায়। খবর পেয়ে রফতানিকারকরা যান, দেখতে পান ট্রাক থেকেই দুর্গন্ধ বার হচ্ছে। লক্ষ লক্ষ টাকার মাছ রয়েছে তাতে।
উত্তর ২৪ পরগনা: অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। পেট্রাপোল সীমান্ত নিয়ে আমদানি-রফতানি বন্ধ। গত কয়েকদিন ধরে সীমান্তেই দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি ট্রাক। মাছে ঠাসা গাড়ি। কিন্ত তিন চার দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে থেকে গাড়ির ভিতরেই পচে যাচ্ছে মাছ। মাছ পচে গন্ধও বেরোতে থাকে।
পেট্রাপোলের আগে পার্কিংয়েই মাছ নষ্ট হয়ে গিয়েছে। মাছ পচার দুর্গন্ধে টেকা দায়। খবর পেয়ে রফতানিকারকরা যান, দেখতে পান ট্রাক থেকেই দুর্গন্ধ বার হচ্ছে। লক্ষ লক্ষ টাকার মাছ রয়েছে তাতে।
ভারতবর্ষের বিভিন্ন সমুদ্র এলাকা থেকে এই মাছ বোঝাই করে বাংলাদেশের রফতানি করা হত। এই সামুদ্রিক মাছ সব নষ্ট হয়ে গিয়েছে ক্ষতির সম্মুখীন রফতানিকারকাই। কী করবেন বুঝতে না পেরে, সেই মাছ এই ট্রাক থেকে বার করে খোলা বাজারে নিয়ে যাচ্ছে। তার মধ্যে থেকেও যাতে ভাল কিছু মাছ বিক্রি করে দিতে পারেন। কিন্তু বেশিরভাগটাই যেহেতু পচে দুর্গন্ধ বার হচ্ছে, তাতেই চিন্তিত রফতানিকারকরা।
এক ব্যবসায়ী নলিনী হালদার বলেন, “ভারতের মাছ সব, তিন চার দিন ধরে গাড়ি যাচ্ছে না বলে দাঁড়িয়েছিল। পচন ধরেছে, দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে। এক-একটা গাড়িতেই সাত-আট লক্ষ টাকার মাছ ছিল।” বঙ্কিম মণ্ডল নামে আরেক ব্যবসায়ী বলেন, “আমাদের বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা। কিন্তু না পেরে এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছি। বাঁচানোর চেষ্টা করছি। তিন লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে যাচ্ছে। হুগলি আর বর্ধমানে কিছু মাছ বেচার চেষ্টা করব।”