Barrackpur: কেক কেটে বুথ কর্মী সম্মেলন করলেন বিধায়ক, ডাকই পেলেন না সাংসদ অর্জুনের অনুগামীরা

TMC: এর আগেও একাধিকবার সোমনাথ শ্যাম ও অর্জুন সিংয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

Barrackpur: কেক কেটে বুথ কর্মী সম্মেলন করলেন বিধায়ক, ডাকই পেলেন না সাংসদ অর্জুনের অনুগামীরা
সোমনাথ শ্যাম ও অর্জুন সিং। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 1:33 PM

বারাকপুর:  জগদ্দলের বিধায়ক সোমানাথ শ্যামের বুথ কর্মী সন্মেলন। আর তাতে  ডাক পেলেন না অর্জুন গোষ্ঠীর বুথ কর্মীরা। তেমনটাই  অভিযোগ উঠল তৃণমূলেরই কর্মীদের একাংশের তরফে। সন্মেলনে ডাক পাননি খোদ জগদ্দল শহরের তৃণমূলের সভাপতি। আরও একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল।  ঘটা করে বিধায়ক সোমনাথ শ্যামের জন্মদিন পালন করেন জগদ্দল বিধানসভা এলাকায় বুথ কর্মী সন্মেলন। আর তা নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। আর এই জগদ্দল বুথ কর্মী সন্মেলনে ডাক পায়নি খোদ জগদ্দল শহরের তৃণমূল সভাপতি হিমাংশু সরকার এবং জগদ্দল অঞ্চল সভাপতি স্বপন মণ্ডলের মতো বহু নেতৃত্ব এবং বুথ কর্মীরা।

ক্ষোভে ফুঁসছে নীচু তলার কর্মীদের একাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংসদ ভোটের আগেই তৃণমূলের বিভাজন শুরু জগদ্দলে বিধান সভা এলাকায়। আর এই দলীয় কর্মী বিভাজনের অভিযোগ, জগদ্দলের বিধায়ক সোমানাথ শ্যামের দিকে তুলছে জগদ্দলের বুথ কর্মীরা।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার সোমনাথ শ্যাম ও অর্জুন সিংয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বিধায়ক সোমনাথ শ্যাম বলেছিলেন, “বেশ কিছুদিন ধরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমাদের বিরুদ্ধে একটা হাওয়া তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি এবং সুবোধ নাকি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করব। কিন্তু আমি পরিষ্কার বলে দিতে চাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।” আর তা নিয়েই তৈরি হয় বিতর্ক।

এবার সোমনাথ শ্যামের বুথ কর্মী সম্মেলনেই ডাক পেলেন না অর্জুনের অনুগামীরা। এদিনের ঘটনা প্রসঙ্গে জগদ্দলের টাউন  সভাপতি হিমাংশু সরকার বলেন, “বিধায়কের নিজের মিটিং। নিজেই ডেকেছে, নিজেই ডেকেছেন, নিজেই শুনছেন। আমি সভাপতি, আমাকেই ডাকেননি, এ ব্যাপারে আর কী বলার রয়েছে।”

অন্যদিকে জগদ্দলের অঞ্চল সভাপতি স্বপন মণ্ডল বলেন, “আমরা বুথ কমিটিতে বসি, আমাদেরই ডাকল না। আজকে বীজপুর, খড়দহ, বারাকপুর সব জায়গা থেকে লোক ডাকল, কিন্তু আমাদের ডাকল না। আর বুথ কর্মী সম্মেলনে কে কেক কাটেন! এটা কি কোনও কর্মী সম্মেলন নাকি!”

তবে সব পক্ষের বুথ কর্মীদের কেন ডাকা হয়নি? সেই প্রশ্নের উত্তরে জগদ্দলের বিধায়ক সোমানাথ শ্যাম অদ্ভুত যুক্তি খাঁড়া করেছেন। তিনি বলেন, “অনেকের কাছে সংবাদ পৌঁছায় নি। যাঁরা আসতে পারেননি এই সভায়, তাঁদের জন্য দুঃখিত।” যদিও এ প্রসঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।