Basirhat Clash: জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, আহত মহিলা-সহ ৪

Basirhat Clash: এই নিয়ে বহুবার তাদের মধ্যে বচসা-মারধর হয়। একাধিকবার সালিশি সভা হলেও কোন সমাধান সূত্র মেলেনি।

Basirhat Clash: জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, আহত মহিলা-সহ ৪
এলাকায় চাঞ্চল্য
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 12:49 PM

উত্তর ২৪ পরগনা: জমি বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ।  ঘটনায় আহত হয়েছে মহিলা-সহ জখম ৪।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রশিদ মোল্লা ও মাহাবুর মোল্লা চার বিঘা জমির উপরে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে বাস করছেন। অন্যদিকে একদিকে গাছ লাগিয়েছেন ও অন্যদিকে চাষ করেন। এই নিয়ে প্রতিবেশী আজিজুল মোল্লা ও তাঁর পরিবারের দাবি, এই জমিটা খাস জমি। জোর করে মাহাবুর ও রশিদ আত্মসাৎ করে ঘরবাড়ি বানিয়েছেন। খাস জমি দখলের অভিযোগ তুলেছেন তিনি। জোর করে দখল করে রেখেছেন।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই প্রথম নয়। এই নিয়ে বহু বার তাঁদের মধ্যে বচসা-মারধর হয়। এই নিয়ে দুই পরিবারের মধ্যে চাপা উত্তেজনা ছিলই। একাধিকবার সালিশি সভা হলেও কোন সমাধান সূত্র মেলেনি। দু’পক্ষ আদালতে গেলে, এই জমি নিয়ে বিবাদ বিচারাধীন অবস্থায় রয়েছে।

শনিবার সকালে এই বিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। অভিযোগ, আজিজুল মোল্লার নেতৃত্বে একদল লোক গিয়ে প্রথমে জমিতে বোমা ফেলে। তারপর প্রতিবাদ করলে রশিদ ও মাহাবুর মোল্লার স্ত্রী বছর চল্লিশের মমতাজ বিবি ও বছর পঁয়ত্রিশের  রাবিয়া বিবিকে মারধর করে ও ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুই মহিলা ও দুই পুরুষ গুরুতর আহত অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়েছে ও তদন্ত শুরু করেছে। প্রশ্ন হচ্ছে কেবলমাত্র জমি বিবাদ, নাকি পুরনো শত্রুতার জের না ব্যবসা সংক্রান্ত বিবাদ, সবটাই তদন্ত করে দেখছে বসিরহাট থানার পুলিশ।