Basirhat: টোটোতেও এমনটা হয়! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, কীভাবে হল?
Basirhat: সোমবার সকালে সীমান্ত রোডে একটি যাত্রী বোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি বৈদ্যুতিন খুঁটিতে। অভিঘাতে বিদ্যুতের তার গায়ে এসে পড়ে চালক রাজুর। টোটোর পিছনের আসনে বসে ছিলেন তিন জন। তাঁরাও ছিটকে পড়েন
বসিরহাট: ওই রাস্তায় টোটোই বেশিরভাগ চলাফেরা করে। স্থানীয় বাসিন্দাদের বরাবরই অভিযোগ ছিল, টোটো স্বাভাবিকের থেকে বেশি গতিতেই চলে। দুর্ঘটনার আশঙ্কা থাকতই। বাস্তবে তাই হল। তিন যাত্রীকে নিয়ে দ্রুত গতিতে ছুটছিল টোটো। কিন্তু একটা সময়ে ব্যাটারি ডাউন হয়ে যায়। সেটা বুঝতে পেয়েই গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন চালক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সজোরে গিয়ে ধাক্কা মারেন বিদ্যুতের খুঁটিতে। তাতেই মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক চালকের। আহত হয়েছেন তিন যাত্রীও। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজু মণ্ডল (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সীমান্ত রোডে একটি যাত্রী বোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি বৈদ্যুতিন খুঁটিতে। অভিঘাতে বিদ্যুতের তার গায়ে এসে পড়ে চালক রাজুর। টোটোর পিছনের আসনে বসে ছিলেন তিন জন। তাঁরাও ছিটকে পড়েন। মাথায়-ঘাড়ে মারাত্মক চোট লাগে তাঁর। স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে চার জনকে উদ্ধার করে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসকরা রাজু মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে টোটোটিকে বাজেয়াপ্ত করেছে। মৃত রাজু মণ্ডলের বাড়ি স্বরূপনগরের গোকুলপুর গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।