Agarpara-Dunlop Auto route: বন্ধ হয়ে গেল আগরপাড়া-ডানলপের অটো রুট

Agarpara-Dunlop Auto route: বেলঘড়িয়া ২৮ নম্বর ওয়ার্ড ২৩০ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আগরপাড়া স্টেশন থেকে ডানলপ মোড় পর্যন্ত অটো রুট চলে। অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া! প্রচুর মানুষ বিভিন্ন কাজে এই রুট ব্যবহার করে থাকেন। কিন্তু অটো চলাচল না হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা।

Agarpara-Dunlop Auto route: বন্ধ হয়ে গেল আগরপাড়া-ডানলপের অটো রুট
বন্ধ হয়ে গেল আগরপাড়া-ডানলপের অটো রুটImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 1:02 PM

আগরপাড়া: বন্ধ আগরপাড়া-ডানলপ রুটের অটো। তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের দলীয় কাজিয়ায় বন্ধ হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছেছে বেলঘরিয়া থানার পুলিশ।

বেলঘড়িয়া ২৮ নম্বর ওয়ার্ড ২৩০ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আগরপাড়া স্টেশন থেকে ডানলপ মোড় পর্যন্ত অটো রুট চলে। অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া! প্রচুর মানুষ বিভিন্ন কাজে এই রুট ব্যবহার করে থাকেন। কিন্তু অটো চলাচল না হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা।

জানা গিয়েছে, এই অটো রুটে মোট ২৫টি অটো রয়েছে। মূলত, এই রুট তৃণমূল কংগ্রেস পরিচালিত ইউনিয়নের দ্বারা পরিচালিত হয়। অটোচালকদের অভিযোগ, ২৫ টি অটো চলাচলের পরও নতুন করে ১০টি অটো ঢোকানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। আর এতেই বাধে গন্ডগোল।

পুরনো অটো চালকদের দাবি, নতুন করে কোনও অটো এই রুটে ঢোকাতে দেবেন না আগের অটোচালকেরা। সেই কারণে আগরপাড়া স্টেশন থেকে ডানলপ পর্যন্ত অটো রুট বন্ধ রেখেছে অটো চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। যতক্ষণ প্রশাসন কোনও ব্যবস্থা না নেবে ততক্ষণ এই অটো রুট বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিলেন অটোচালকেরা।

তৃণমূল ইউনিয়নের কাজিয়ার অটো বন্ধের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, “তৃণমূলের এই গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল ও কাজিয়া রাজ্যে এখন পুরনো হয়ে গিয়েছে।” বিক্ষুব্ধ অটো চালক ধনঞ্জয় দে বলেন, “এটাই আমাদের রুজি। ২৫টা গাড়ি চলছে এতেই পেট ভরছে। আরও যদি গাড়ি ঢোকানো হয়, সেই ক্যাপাসিটি আমাদের নেই। তাহলে এত গাড়ি দিয়ে কী হবে?এখানে তাই নতুন করে গাড়ি ঢোকাতে পারব না।”