Nursing Student: বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে গেল বন্ধু, খাটের নীচ থেকে উদ্ধার নার্সিং ছাত্রের রক্তাক্ত দেহ
Nursing Student: তালাবন্ধ ঘর খুলতেই চোখ কপালে উঠল বাড়ির মালিকের, খাটের নীচে নার্সিং ছাত্রের রক্তাক্ত দেহ।
অশোকনগর: নার্সিং ট্রেনিং ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনা অশোকনগরে (North 24 Pargana’s Ashoknagar)। সূত্রের খবর অশোকনগরের বিনিময় পাড়ায় সুধাংশু সমাদ্দারের বাড়িতে ছয় মাস ধরে ঘর ভাড়া নিয়ে ছিলেন চারজন নার্সিং ট্রেনিং ছাত্র (Nursing Student)। প্রত্যেকেই অশোকনগর রাজ্যসাধন হাসপাতালের প্রথম বর্ষের পড়ুয়া। একই ঘরে থাকতেন উদ্ধব সরকার (২২) এবং বিক্রম সরকার। বাড়ির মালিক জানাচ্ছেন রবিবার সকাল থেকে দেখা মেলেনি উদ্ধবের। এদিকে সকালেই ঘরে তালা দিয়ে বেরিয়ে যেতে দেখা যায় বিক্রমকে। বাড়ির মালিক প্রশ্ন করতেই সে জানায়, “বাড়ি যাচ্ছি”। তবে তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরেই ঘরের তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর।
দেখা যায় খাটের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে উদ্ধবের দেহ। খবর যায় পুলিশ। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। পুলিশই ওই ছাত্রের দেহ উদ্ধার করে অশোকনগর রাজ্য সাধন হাসপাতালে নিয়ে আসে। তবে ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর পিছনে বিক্রমের কোনও হাত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এদিকে এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনা প্রসঙ্গে আর এক নার্সিং ছাত্র রমজান আনি মল্লিক বলেন, “আমরা অন্য জায়গায় থাকি। আজ আমাদের কাছে ফোন আসে। জানতে পারি উদ্ধবকে পাওয়া যাচ্ছে না। পুলিশে খবর যায়। ওদের ঘর খুলতে দেখা যায় উদ্ধবের মৃতদেহ পড়ে রয়েছে। তবে ওর সঙ্গে থাকা বাকি তিনজন কোথায় তা আমি বলতে পারব না। ও খুব বেশিদিন আগে এখানে আসেনি। এক দেড়মাস আগে আসে। ওর ব্যক্তিগত জীবনে কিছু হয়েছিল কিনা সে বিষয়েও কিছু বলতে পারব না। মৃত্যুর কারণ নিয়ে আমরাও ধোঁয়াশায়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে।”