Bongaon: দাবি একই, বনগাঁর SDPO-র কাছে স্মারকলিপি মতুয়া সঙ্ঘের
Bongaon: জাতিগত শংসাপত্রের বিষয়ে মহকুমা শাসককে দ্রুত পদক্ষেপ করতে হবে। এর আগেও তারা এই ভুয়ো জাতিগত শংসাপত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মহকুমা শাসকের কাছে দরবার করেছিল।
বনগাঁ: ভুয়ো জাতিগত শংসাপত্রের প্রতিবাদ জানিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল ‘অল ইন্ডিয়া মতুয়া সংঘের’ বনগাঁ মহকুমা কমিটি। শুক্রবার সারা ভারত মতুয়া মহা সংঘের বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে বনগাঁ মহকুমা শাসকের কাছে ৯ দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবি, ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি হচ্ছে। ফলে যারা প্রকৃতপক্ষে জাতিগত শংসাপত্রের দাবিদার তারা বঞ্চিত হচ্ছে এবং বিপাকে পড়ছে।
তাঁদের দাবি, জাতিগত শংসাপত্রের বিষয়ে মহকুমা শাসককে দ্রুত পদক্ষেপ করতে হবে। এর আগেও তারা এই ভুয়ো জাতিগত শংসাপত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মহকুমা শাসকের কাছে দরবার করেছিল। এর পাশাপাশি এদিন তারা কেন্দ্র সরকারের ইডব্লিউএস আইনের বিরুদ্ধেও সোচ্চার হয়।
এই বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, “ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করে চাকরির ক্ষেত্রে সুবিধা সহ জনপ্রতিনিধিত্বের সুবিধা ও নিচ্ছেন কিছু মানুষ। তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা মহকুমা শাসকের কাছে ৯ দফা দাবিতে স্মারকলিপি জমা দিলাম।”
যদিও অল ইন্ডিয়া মতো মহাসঙ্ঘের বনগাঁ মহকুমা কমিটির এই ডেপুটেশন কর্মসূচি সম্পর্কে কটাক্ষ করেছেন, বনগাঁ সংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। এদিন তিনি বলেন, “এ রাজ্যে সব কিছুই ভুয়ো হচ্ছে।”