Basirhat: ঘোমটা মাথায় কোলে বাচ্চা! মহিলাদের চালচলনেই আঁচ পেরেছিলেন BSF
Basirhat: তাঁদের নজরে আসে সন্দেহজনক ভাবে সীমান্তে ঘোরাঘুরি করছিল বেশ কিছু মানুষ। সেই সময় বিএসএফ জওয়ানরা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে দেখা যায়, তাঁদের কাছে বৈধ কোনও নথিপত্র নেই।
বসিরহাট: কোলে বাচ্চা, মাথায় ঘোমটা টানা। ইতস্তত ঘোরাফেরা করছিলেন কয়েকজন। তাঁদের দেখে সন্দেহ হয়েছিল সীমান্তরক্ষী বাহিনী। তাঁদের গিয়ে প্রশ্ন করা হয়। উত্তরও সেভাবে সন্তোষজনক আসে না। এরপর তাঁদের কাছে কাগজপত্রও চাওয়া হয়। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ বিথারি সীমান্তে সীমন্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে তিন মহিলা ও এক শিশু বাংলাদেশ থেকে ভারতে ঢোকে।
সেই সময় ১১২নং ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছিল। তাঁদের নজরে আসে সন্দেহজনক ভাবে সীমান্তে ঘোরাঘুরি করছিল বেশ কিছু মানুষ। সেই সময় বিএসএফ জওয়ানরা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে দেখা যায়, তাঁদের কাছে বৈধ কোনও নথিপত্র নেই।
জানা যায়, সম্পূর্ণ অবৈধ ভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে তাঁরা এদেশে ঢুকেছেন। তাঁদেরকে জেরা করে এক দালালের খোঁজ পাওয়া যায়। কুদ্দুস বিশ্বাস নামে ওই দালালের বাড়ি স্বরূপনগরের হাকিমপুরে। দালাল সহ মোট পাঁচ জনকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার জেরে ফের একবার সীমন্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। কীভাবে বাংলাদেশ থেকে তারা এদেশে ঢুকছে, মানবপাচারের কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।