Bratya Basu: ‘মোশারফ করিমকে দেখতে চান? কাকলি ঘোষদস্তিদারকে জেতান’, নাট্যোৎসবের মঞ্চ থেকে ভোট-বার্তা ব্রাত্যর

TMC: অশোকনগর নাট্যোৎসব কমিটির এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা মোশারফ করিম। সেখানেই ব্রাত্য বসু বলেন, অশোকনগরে যদি বাংলাদেশের অভিনেতা মোশারফ করিমকে দেখতে চান, তাহলে ২০২৪ এ কাকলি ঘোষ দস্তিদারকে বিপুল ভোটে জয়ী করতে হবে।

Bratya Basu: 'মোশারফ করিমকে দেখতে চান? কাকলি ঘোষদস্তিদারকে জেতান', নাট্যোৎসবের মঞ্চ থেকে ভোট-বার্তা ব্রাত্যর
ব্রাত্য বসুImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 8:31 PM

উত্তর ২৪ পরগনা: অশোকনগরে নাট্যোৎসব। আর সেই মঞ্চ থেকেই কার্যত ব্রাত্য বসু বুঝিয়ে দিয়ে গেলেন, বারাসতে আবারও তৃণমূলের প্রার্থী হতে চলেছেন কাকলি ঘোষদস্তিদার। ২০২৪-এর লোকসভা ভোটের দামামা কার্যত বেজেই গিয়েছে। আর তাই বোধহয়, অশোকনগরে নাট্য উৎসবের মঞ্চ থেকেও নাট্যকার তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুনিয়ে গেলেন রাজনীতির কথা। কাকলি ঘোষদস্তিদারকে বেশি মার্জিনে জেতানোর ডাক দিলেন নাটকের মঞ্চ থেকেই।

অশোকনগর নাট্যোৎসব কমিটির এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা মোশারফ করিম। সেখানেই ব্রাত্য বসু বলেন, অশোকনগরে যদি বাংলাদেশের অভিনেতা মোশারফ করিমকে দেখতে চান, তাহলে ২০২৪ এ কাকলি ঘোষদস্তিদারকে বিপুল ভোটে জয়ী করতে হবে।

দু’দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে অশোকনগরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম, ব্রাত্য বসু, পার্থ ভৌমিকরা। সেখানেই ব্রাত্য বসু বলেন, “দাবি উঠছে মোশারফ করিমকে আবার চাই। তা একমাত্র নারায়ণই আনতে পারে। আমরা তাতে সঙ্গ দিতে পারি। আর সেটা সম্ভব যদি ২০২৪ সালের ভোটে কাকলি ঘোষদস্তিদার অশোকনগর থেকে বিরাট ভোটে লিড পান। তাহলে নারায়ণের পক্ষে কাজটা আরও সহজ হয়ে যায়। অশোকনগরের দিকে দিকে এই কথাটা ছড়িয়ে দেবেন যে মোশারফ করিমকে দেখতে চাইলে তাহলে কাকলি ঘোষদস্তিদারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন”

ব্রাত্যর এহেন মন্তব্যর সমালোচনা শুরু করেছে বিরোধীরা। বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সম্পাদক শ্যামলেন্দু দে বলেন, “আসলে দলটার আর কিছু নেই। ব্রাত্য বসু শিক্ষাক্ষেত্রে অরাজকতাকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছেন। কোনটা নাট্য উৎসব আর কোনটা তৃণমূলের মঞ্চ সেটাও ভুলে গিয়েছেন। এদের থেকে এর বেশি কিছু আশাও করা যায় না।”