Bomb Blast: মাটি কুপোতে গিয়ে বিস্ফোরণের ঝলসে গেল যুবকের হাত

Bomb Blast: স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যান দত্তপুকুর থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাটির নীচে  পুঁতে রাখা ছিল বোমা।

Bomb Blast: মাটি কুপোতে গিয়ে বিস্ফোরণের ঝলসে গেল যুবকের হাত
কদম্বগাছিতে বোমা বিস্ফোরণImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 1:49 PM

উত্তর ২৪ পরগনা: ফের রাজ্যে বোমা বিস্ফোরণ। আহত এক যুবক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে। আহত যুবকের নাম কবিরুল আলি। বছর তেইশের এই যুবকের বাড়ি দেগঙ্গার গোসাইপুরে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সোমবার সকালে কোদাল দিয়ে বাড়ির অদূরে জমিতে মাটি কাটচ্ছিলেন কবিরুল। সে সময়ে তাঁকে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কবিরুল। তাঁর শরীরের এক পাশ ঝলসে গিয়েছে। বাঁ হাতের তালু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যান দত্তপুকুর থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাটির নীচে  পুঁতে রাখা ছিল বোমা। কোদালের আঘাত পড়তেই ফেটে যায় সেটি। বিস্ফোরণের অভিঘাতে ছিটকে পড়েন তিনি।

অন্যদিকে, দমকল কর্মীর বাড়ির সামনে পার্সেল পড়ে থাকায় আতঙ্ক ছড়ায় চুঁচুড়ার ২ নং কাপাসডাঙায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ২ নম্বর কাপাসডাঙায় গৌতম বণিকের বাড়ির গ্যারেজের সামনে পার্সেলটি পড়ে থাকতে দেখেন বাড়ির পরিচারিকা।