BSF: ব্যাগের ভিতরে কি না এইসব জিনিস! গ্রেফতার হওয়া বাংলাদেশিদের কীর্তিতে চোখ কপালে বিএসএফ-এর

West Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত। সেখানে পাচারের ঘটনা নতুন নয়। এর আগেও সোনা, রূপোর মত মূল্যবান সামগ্রী পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়েছিল পাচারকারীরা।

BSF: ব্যাগের ভিতরে কি না এইসব জিনিস! গ্রেফতার হওয়া বাংলাদেশিদের কীর্তিতে চোখ কপালে বিএসএফ-এর
গ্রেফতার ছয় বাংলাদেশি (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2022 | 7:37 PM

বসিরহাট: কখনও স্কুল ব্যাগ, কোনওটা আবার বস্তা, কোনওটা আবার প্লাস্টিকের প্যাকেট। এই সবের মধ্যেই ছিল ভরা। তবে চোখ ফাঁকি দেয়নি বিএসএফ-এর। তল্লাশি চালাতেই যা বেরলো তা দেখে চক্ষু চড়কগাছ।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত। সেখানে পাচারের ঘটনা নতুন নয়। এর আগেও সোনা, রূপোর মত মূল্যবান সামগ্রী পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়েছিল পাচারকারীরা। এবারও তার অন্যথা হয়নি। তবে পাচারের সামগ্রী ছিল ভিন্ন। ছয় বাংলাদেশী পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করল বিএসএফ।

মঙ্গলবার দুপুরে ৬ প্যাকেট মাছের মীন। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ২২১ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল সীমান্ত পেরিয়ে অবৈধভাবে পাচার করার চক্রান্ত করছিল ওই ছয় বাংলাদেশি। সেই সময় ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই ছয় বাংলাদেশিকে।

যাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়। এই বাংলাদেশিদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। তারা অবৈধভাবে বহু মূল্যের মাছের মিন বাংলাদেশে পাচার করছিল। পাশাপাশি তিন বস্তা ফেন্সিডিল প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী বাংলাদেশে নিয়ে যাচ্ছিল। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কি না খতিয়ে দেখছে বিএসএফ। ধৃত ছয় বাংলাদেশিকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার বারাসাত জেলা আদালতে ধৃত বাংলাদেশীদের তোলা হবে।

বস্তুত, কয়েকদিন আগে বিএসএফের মহিলা কনস্টেবলের কাছ থেকে চুরি গিয়েছিল গুলি ভর্তি রাইফেল। রাইফেল গেল কোথায়? কেই-বা কোন উদ্দেশ্যে নিল? কিছুতেই সেই রহস্যের ভেদ হচ্ছিল না। সপ্তাহ পেরোতে একটি সূত্র জানা গেল, যা রীতিমতো চাঞ্চল্যকর। বাংলাদেশের এক সাংবাদিকের ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হল জল্পনা। তাঁর শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক বাংলাদেশি যুবকের হাতে রয়েছে একটি রাইফেল। তাকে বেশ কয়েকজন আটক করে রেখেছে। ওই ভিডিয়োতে যুবককে যা বলতে শোনা যাচ্ছে, তা আরও চাঞ্চল্যকর।