C V Ananda Bose: শাহজাহান কোথায়, উত্তর আছে মা গঙ্গার কাছে: রাজ্যপাল

C V Ananda Bose: বিরোধীরা বলছেন সন্দেশখালিতেই আছেন শেখ শাহজাহান। তৃণমূলের পঞ্চায়েত প্রধানও একই কথা বলেছেন। স্থানীয় মানুষ অবশ্য মনে করতে পারছেন না, কবে তাঁরা শেষবার দেখেছেন শেখ শাহজাহানকে। বিবৃতি প্রকাশ করে রাজ্য পুলিশের ওপর চাপ বাড়িয়েছিলেন রাজ্যপালও।

C V Ananda Bose: শাহজাহান কোথায়, উত্তর আছে মা গঙ্গার কাছে: রাজ্যপাল
সি ভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 7:40 AM

:

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনার পর থেকে খোঁজ নেই শেখ শাহজাহানের। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখনও শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার গঙ্গার কাছে সেই উত্তর খুঁজলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শাহজাহানের গ্রেফতারি নিয়ে পুলিশকে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। ঘটনার পরই বিবৃতি দিয়েছিলেন তিনি। তবে পুলিশ এখনও তাঁর সন্ধান পায়নি। রবিবার ভাটপাড়ায় গঙ্গা আরতি করতে গিয়ে শাহজাহান সম্পর্কে প্রশ্নের উত্তর দেন রাজ্যপাল।

মকর সংক্রান্তির আগের দিন ভাটপাড়ার হিন্দু জাগরন মঞ্চে উপস্থিত হয়েছিলেন সি ভি আনন্দ বোস। এদিন তিনি গঙ্গা আরতিও করেন। বাংলায় বক্তব্যও রাখেন তিনি। গঙ্গা আরতি শেষ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি উল্লেখ করেন, গঙ্গা কীভাবে গোটা দেশের সম্প্রীতি ও ঐক্যেক প্রতীক হিসেবে রয়েছে। তাঁকে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, শেখ শাহজাহান কোথায়, মা গঙ্গার কাছেই তার উত্তর আছে।

বিরোধীরা বলছেন সন্দেশখালিতেই আছেন শেখ শাহজাহান। তৃণমূলের পঞ্চায়েত প্রধানও একই কথা বলেছেন। স্থানীয় মানুষ অবশ্য মনে করতে পারছেন না, কবে তাঁরা শেষবার দেখেছেন শেখ শাহজাহানকে। ঘটনার পরই পঞ্চায়েত প্রধান বলেছিলেন, শাহজাহান সমাজসেবী, তিনি পালানোর ছেলে নন। আত্মগোপনও করতে পারেন না তিনি। এক সপ্তাহের মধ্যে শাহজাহান সকলের মুখোমুখি হবে বলেও তিনি দাবি করেছিলেন। বিবৃতি প্রকাশ করে রাজ্য পুলিশের ওপর চাপ বাড়িয়েছিলেন রাজ্যপালও।