Chaos at Barahnagar: ‘দিনরাত সোনার দোকানে এসে বলে কাস্টমস অফিসার’, তুলকালাম বরাহনগরে
Barahnagar: সোমবার রাতে এরকমই একটি দল বরানগরের সোনাপট্টিতে গেলে ৩ জনকে আটকে ফেলেন ব্যবসায়ীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বরানগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
উত্তর ২৪ পরগনা: সোনাপট্টিতে শুল্ক দফতরের আধিকারিক পরিচয়ে হানা। আর তা ঘিরে সোমবার রাতে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল বরাহনগরের স্বাধীনপল্লি এলাকা। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি চালাতে হয়। এই ঘটনায় প্রায় ১৫ জনকে আটক করে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, নিয়মিত শুল্ক দফতরের আধিকারিক পরিচয় দিয়ে এলাকার দোকানগুলিতে একটা দল হানা দেয়। জিনিসপত্র দেখতে চায়। টাকাও চায় বলে অভিযোগ। ব্যবসায়ীদের বক্তব্য, আদৌ কাস্টমস ডিপার্টমেন্ট থেকে লোক আসে নাকি সবটাই ভুয়ো, সেটাই স্পষ্ট নয়।
সোমবার রাতে এরকমই একটি দল বরানগরের সোনাপট্টিতে গেলে ৩ জনকে আটকে ফেলেন ব্যবসায়ীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বরানগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এলাকার লোকজন এতটাই উত্তেজিত ছিলেন, পুলিশের সঙ্গেও শুরু হয় তর্কাতর্কি। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত জানার বক্তব্য, “প্রতিটা দোকানে যখন তখন এসে এরা হাজির হয়, টাকা নেয়। অথচ সেই টাকা কোথায় যায় আমরা কেউ জানি না। নিজের দোকান, নিজের জিনিস। তারপরও আমরাই যেন চোর। এরা আদৌ কাস্টমসের লোক নাকি ভুয়ো তাও তো বুঝতে পারছি না। কোনও কাগজ থাকে না ওদের সঙ্গে। আমরা ছোট দোকানদার। এমনভাবে ধমকি দেয় বলে ভয়ও লাগে। সেই সুযোগেই লক্ষ লক্ষ টাকা দাবি করে ওরা।” যদিও পুলিশের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করেনি।