Clash Over Cricket: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, মাথা ফাটল যুবকের, উদ্ধার পাইপগান

খড়দহ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ২৬ শিব মন্দির এলাকায় রবিবার চলছিল ক্রিকেট প্রতিযোগিতা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ান। আদিত্য ও গোবিন্দের দলবল বিকাশ রাজভরের দলের উপর চড়াও হয় বলে অভিযোগ।

Clash Over Cricket: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, মাথা ফাটল যুবকের, উদ্ধার পাইপগান
বন্দুকের বাঁটের আঘাতে মাথা ফেটেছে যুবকেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 7:28 AM

খড়দহ: এলাকায় হচ্ছে ক্রিকেট খেলা। সেই খেলাকে কেন্দ্র করেও ঘটল সংঘর্ষের ঘটনা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রীতিমতো মারামারি লেগে যায় দু’পক্ষের। এই সংঘর্ষ ঘিরে রক্তারক্তি কাণ্ড হয়েছে সেখানে। বন্দুকের বাঁট দিয়ে মারের জেরে এক যুবকের মাথা ফেটে গিয়েছে। রবিবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহতে। খড়দহ ২৬ মন্দির এলাকায় ক্রিকেট খেলা ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগানও উদ্ধার হয়েছে।

খড়দহ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ২৬ শিব মন্দির এলাকায় রবিবার চলছিল ক্রিকেট প্রতিযোগিতা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ান। আদিত্য ও গোবিন্দের দলবল বিকাশ রাজভরের দলের উপর চড়াও হয় বলে অভিযোগ। প্রকাশ্যে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত যুবককে নিয়ে যাওয়া হয়েছে সাগর দত্ত হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শাটার বন্দুক উদ্ধার করেছে খড়দহ থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকরা পলাতক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়। সেখানকার পরিস্থিতি এখনও থমথমে।