তীব্র আতঙ্কে বাগদার নির্যাতিতার আড়াই বছরের মেয়ে! অভিযুক্ত BSF জওয়ানদের কঠোর সাজার দাবি পরিবারের
BSF: বাগদা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানের কঠিনতম শাস্তির দাবি নির্যাতিতার পরিবার। এখনও আতঙ্কে নির্যাতিতার দুই বছরের শিশু কন্যা।
বাগদা: বাগদায় তরুণীর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই অভিযুক্ত দুই বিএসএফ (BSF) জওয়ানের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে ফেলেছেন বিএসএফের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। গ্রেফতার হয়েছেন ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের অভিযুক্ত ২ জওয়ান। এদিকে ঘটনার পর থেকেই কার্যত আতঙ্কে দিন কাটছে নির্যাতিতার পরিবারের সদস্যদের। এদিকে বৃহস্পতিবার রাতে গোটা ঘটনা ঘটে নির্যাতিতার আড়াই বছরের শিশু কন্যার সামনে। এমনটাই দাবি করেছেন নির্যাতিতার মা।
তাঁর দাবি, এই ঘটনার পর থেকেই শিশু কন্যাটি পুরোপুরি ট্রমায় রয়েছে। মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছে, চমকে উঠছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে বিএসএফের রিপোর্টে বলা হয়েছে, ওই মহিলা দু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। বর্তমানে ফের বাংলাদেশে ফিরে যেতে দালাল ধরেছিলেন তিনি। সেই দালালের হাত ধরেই তিনি আবার গত ২৫ অগস্ট রাতে বেআইনিভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। অবৈধভাবে ভাবে কাঁটাতার পার হওয়ার চেষ্টা করছিলেন। তখনই পড়ে যান বিএসএফের নজরে।
যদিও নির্যাতিতার পরিবারের দাবি তাঁদের মেয়ে বাগদায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। আবার এও বলে ওই গৃহবধুর স্বামী বাংলাদেশে থাকে। তার ফলে বাড়ছে জল্পনা। যদিও এই ঘটনার জন্য দোষীদের কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। এদিকে অভিযুক্ত দুই জওয়ানের বিরুদ্ধে ইতিমধ্যেই কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে। সাসপেন্ডও করা হয়েছে দু’জন অভিযুক্ত জওয়ানকে।