Sougata Roy: ‘তৃণমূলের ৯৮ শতাংশই সৎ’, বাকি ২ শতাংশের বিষয়ে কী বললেন সৌগত?
Sougata Roy: সৌগত রায় বললেন, "কিছু লোক দুর্নীতি করে দলে যোগদান করেছে। আমরা এটা সহ্য করব না... তৃণমূলের ৯৮ শতাংশ সৎ। ২ শতাংশ যদি দুর্নীতিগ্রস্ত হয়, আমরা তাদের বের করে দেব।"
বরাহনগর : ফের বিতর্কিত মন্তব্য দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বর্ষীয়ান তৃণমূল (Trinamool Congress) নেতা সৌগত রায়ের। শুক্রবার বরাহনগরের নেতাজি নগর লো-ল্যান্ডে তৃণমূল ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে গিয়েছিলেন সৌগত রায় (Sougata Roy)। সেখানেই তিনি দাবি করেন, তৃণমূলের ৯৮ শতাংশ সৎ। বললেন, “কিছু লোক দুর্নীতি করে দলে যোগদান করেছে। আমরা এটা সহ্য করব না… তৃণমূলের ৯৮ শতাংশ সৎ। ২ শতাংশ যদি দুর্নীতিগ্রস্ত হয়, আমরা তাদের বের করে দেব।” উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একের পর এক দুর্নীতির অভিযোগে বার বার অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক শিবির। জেলায় জেলায় ‘চোর ধরো, জেল ভরো’ নামে তৃণমূল-বিরোধী কর্মসূচি করছে। সেই ইস্যু নিয়েও এবার মুখ খুললেন রাজ্যের শাসক দলের বর্ষীয়ান নেতা। যদিও সরাসরি কোনও রাজনৈতিক নেতার নাম উল্লেখ করেননি দমদমের তৃণমূল সাংসদ।
বাম-বিজেপি-কংগ্রেসকে একযোগে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, সিপিএম-বিজেপি-কংগ্রেস যাঁরা আছে, তাঁদের বলছি… আপনারা এই ভুল করবেন না… সব তৃণমূলের দিকে তাকিয়ে চোর ধরে জেলে ভরো বলবেন না… বলবেন না তৃণমূলের সবাই চোর। কিন্তু বিরোধীরা যদি দিনের পর দিন এই সব বলে আমাদের উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূলের কর্মীরা চুপ করে বসে থাকবে না।”
সৌগত রায়ের এই মন্তব্যকে ঘিরেই জোর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। প্রসঙ্গত, কিছুদিন আগেই দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন সৌগত বাবু। বলেছিলেন, যারা খারাপ কাজ করেছে, দল থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। সেই সময়েও সৌগত বাবুর দাবি ছিল, দলের অধিকাংশ কর্মীই সৎ। এমনকী, ‘কিছু নেতা’র জন্য দলকে বদনামের ভাগীদার হতে হচ্ছে, এমন মন্তব্যও করেছিলেন তিনি। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ফের একবার তৃণমূলের বর্ষীয়ান সাংসদের শুক্রবারের মন্তব্যে আবারও শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দমহলে।