Drawing competition: ‘সবুজের সন্ধানে’, অনন্য প্রয়াসে পরিবেশ বাঁচানোর বার্তা
Drawing competition: শিশুদের তুলির টানে সবুজ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে গত ৯ জুন বেলঘরিয়াতে এই সংগঠন বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। প্রায় ৩৫০ প্রতিযোগী তাদের ভাবনা রং তুলির মাধ্যমে কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করে। ওই খুদেদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বেলঘরিয়া: গাছ লাগান, প্রাণ বাঁচান। পৃথিবী আমাদের মায়ের মতো। এই কথাগুলোর তাৎপর্য যে কতটা গভীর, এই তীব্র গরমে রোজ বুঝতে পারছি আমরা। তাই, গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দিতে অভিনব উদ্যোগ নিয়ে টিম নিউ সান।
গত একমাস ধরে তারা ‘সবুজের সন্ধানে’-র বাস্তবায়নে নিজেদের মতো প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’, ‘পৃথিবী আমাদের মায়ের মতো’ কথাগুলো শুধু ঠান্ডা ঘরে বসে আলোচনায় ব্যবহার না করে, সেই ভাবনা প্রাপ্তবয়স্ক থেকে শিশুমনে পৌঁছে দিতেই উদ্যোগী হয়েছে টিম নিউ সান। নিজেদের উদ্যোগে বৃক্ষরোপণ করেছে তারা।
পাশাপাশি, শিশুদের তুলির টানে সবুজ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে গত ৯ জুন বেলঘরিয়াতে এই সংগঠন বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। প্রায় ৩৫০ প্রতিযোগী তাদের ভাবনা রং তুলির মাধ্যমে কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করে। ওই খুদেদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সংগঠনের বক্তব্য, তারা আশাবাদী যে তাদের এই প্রয়াসের ফলে কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ অনুপ্রাণিত হবেন। তাহলেই তাদের এই প্রয়াস সার্থক।