Durga Puja 2022: ‘ভেবেছিলাম হিরে দিয়ে বানাব’, ৫৫ কেজির রূপোর গহনায় সাজিয়েও আক্ষেপের সুর ইন্দ্রজিতের
Durga Puja 2023: কয়েক বছর আগে ত্রিপুরার আগরতলার ছাত্রবন্ধু ক্লাবে তাঁর তৈরি সোনার ঠাকুরের খুব নাম-ডাক হয়েছিল। পুজো উদ্যোক্তরা বাহবা দিয়েছিলেন ইন্দ্রজিতকে। তারপর বাধ সাধল অতিমারি। এবার ফের ত্রিপুরা থেকে মূর্তি তৈরির ডাক এসেছে ইন্দ্রজিতের।
হাবড়া: করোনার আগে এক সময় চার কোটির সোনার ঠাকুর তৈরি করে তাক লাগিয়েছিলেন। আর করোনার পর, এবার ৫৫ কেজির রূপোর গহনা দিয়ে ঠাকুর গড়ে গড়লেন হাবড়ার ইন্দ্রজিৎ পোদ্দার। তাঁর গড়া দুর্গা প্রতিমা ইতিমধ্যেই বিমানে চড়ে পাড়ি দিয়েছে ত্রিপুরায়।
কয়েক বছর আগে ত্রিপুরার আগরতলার ছাত্রবন্ধু ক্লাবে তাঁর তৈরি সোনার ঠাকুরের খুব নাম-ডাক হয়েছিল। পুজো উদ্যোক্তরা বাহবা দিয়েছিলেন ইন্দ্রজিতকে। তারপর বাধ সাধল অতিমারি। এবার ফের ত্রিপুরা থেকে মূর্তি তৈরির ডাক এসেছে ইন্দ্রজিতের। কিন্তু নতুন কী চমক রাখা যায়? এইসব ভাবতে-ভাবতে মাথায় এল রূপোর প্রতিমার। যেমন ভাবা তেমন কাজ। শিল্পী যদিও প্রথমে ভেবেছিলেন হিরে-প্ল্যাটিনাম দিয়ে তৈরি করবেন মূর্তি। কিন্তু করোনা সেই আর্থিক সঙ্গতি রাখেনি। তাই ৫৫ কেজির রূপোর গহনা দিয়েই মূর্তি তৈরি হচ্ছে। তার মধ্যে দুর্গা মূর্তি পাশাপাশি রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীও। এখানে মা অস্ত্রধারী নন।
জুন মাস থেকে প্রতিমা গড়ার কাজ শুরু করেছিলেন ইন্দ্রজিৎ। ঠাকুর পাহারা দেওয়ার জন্য চারজন নিজস্ব গানম্যান ছিল। ছিল বারোটি সিসিটিভির সতর্ক প্রহরা। কঠোর প্রহরার মধ্যে এতদিন ধরে তৈরি হয়েছে এই রুপোর ঠাকুর। রবিবার সেই মূর্তি সন্ধ্যার বিমানে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে।