সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন, দাউ দাউ করে পুড়ল শতাধিক দোকান
দমকলের ৯টি ইঞ্জিন এসে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর ২৪ পরগনা: গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড দমদম ক্যানটনমেন্টে। হতাহতের কোনও খবর নেই। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০০টির বেশি দোকান।
দমদম ক্যানটনমেন্ট স্টেশনের কাছেই সুভাষনগর বাজার। শনিবার রাত আড়াইটে নাগাদ সেই বাজারেই নিজেদের দোকানে শুয়েছিলেন তিন ব্যবসায়ী। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বাইরে বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে একটি দোকান। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। ওই তিনজন কোনওক্রমে পালিয়ে প্রাণ বাঁচান।
আরও পড়ুন: শুক্রবার বঙ্গ সফরে এলেন না শাহ, বিস্ফোরণের পর নিরাপত্তা নিয়ে বৈঠক শনিবার সকালে
ছুটে আসেন এলাকার লোকজন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৯টি ইঞ্জিন এসে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শীতের রাতে উত্তরের হাওয়ার দাপটে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বলে দমকলের আধিকারিকরা জানান। ভস্মীভূত হয়ে গিয়েছে শতাধিক দোকান। কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।