Basirhat: পিস্তল সমেত গ্রেফতার অঙ্কুশ
Basirhat: অপরদিকে, শিশু মহিলা সহ একদল বাংলাদেশিও বিএসএফ-এর হাতে আটক হয়েছে। তাঁদের নাম, প্রবীর ঘোষ, সাগর সেন, আয়েশা বিবি, অমিয় তালুকদার ও শিশু কামাল হোসেন। এদের বাড়ি বাংলাদেশের বরিশাল, মুন্সিগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ ও ঝিনাইদা এলাকায়।
বসিরহাট: সীমান্তে পাচারের ছক বানচাল করা বিএসএফ-এর কাছে নতুন নয়। যতবারই পাচার বা অনুপ্রবেশের চেষ্টা চলছে বিএসএফ জওয়ানরা চেষ্টা করেছেন তা রুখে দেওয়ার। এবারও বেআইনি অনুপ্রবেশ রুখল বিএসএফ। শুধু তাই নয়, পুলিশের হাতেও গ্রেফতার হয়েছে এক দুষ্কৃতী।
পুলিশ সূত্রে খবর, স্বরূপনগর থানার তেঁতুলিয়া শ্মশানঘাট এলাকা থেকে অঙ্কুশ বিশ্বাস নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভর্তি পিস্তল। জানা গিয়েছে, অঙ্কুশের বাড়ি স্বরূপনগরের বাঙলানি গ্রামে।
পুলিশ সূত্রে খবর, ডাকাতি করার উদ্দেশ্যে শ্মশানঘাট এলাকায় সে হাজির হয়েছিল। তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় ওই দুষ্কৃতী। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি তাঁর সঙ্গে আর কারা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিন, ওই দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
অপরদিকে, শিশু মহিলা সহ একদল বাংলাদেশিও বিএসএফ-এর হাতে আটক হয়েছে। তাঁদের নাম, প্রবীর ঘোষ, সাগর সেন, আয়েশা বিবি, অমিয় তালুকদার ও শিশু কামাল হোসেন। এদের বাড়ি বাংলাদেশের বরিশাল, মুন্সিগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ ও ঝিনাইদা এলাকায়।
জানা গিয়েছে, বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিল। সেই সময় টহলরত বিএসএফের ১১২নং ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাঁরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।