Panihati Blast: আচমকাই বিকট শব্দ, ঘরের মধ্যেই কাঁধের নীচ থেকে হাত উড়ে গেল যুবকের, পানিহাটিতে ভয়ঙ্কর ঘটনা

Panihati Blast: এলাকারই বাসিন্দা জিতেন্দ্র গুপ্তা। শুক্রবার সকালে তাঁর বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা

Panihati Blast: আচমকাই বিকট শব্দ, ঘরের মধ্যেই কাঁধের নীচ থেকে হাত উড়ে গেল যুবকের, পানিহাটিতে ভয়ঙ্কর ঘটনা
পানিহাটিতে বোমা বিস্ফোরণImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 3:17 PM

পানিহাটি:  পাড়ার গলিতে সকালে প্রত্যেকের ব্যস্ততা। কলে লম্বা লাইন। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ভয়ে কেঁপে ওঠেন বাসিন্দারা। আপাত শান্ত এলাকায় এ কী ঘটনা। ততক্ষণে গলির মধ্যেই একটা বাড়ির একাংস ধ্বসে গিয়েছে। ভিতর থেকে ভেসে আসছে গোঙানির শব্দ। বাসিন্দাদের একাংশ উঁকি মেরে দেখেন, ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বাড়ির মালিক। তাঁর একটা হাত কার্যত উড়ে গিয়েছে। ঝলসে গিয়েছে শরীরের একাংশ। পানিহাটি পৌরসভা ২ নম্বর ওয়ার্ড তেজপাল এলাকায় ভয়ঙ্কর ঘটনা। বাড়ির মধ্যে বোমা বিস্ফোরণ।  বিস্ফোরণে উড়ে গেল ব্যক্তির হাত। এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা থেকে উদ্ধার হয় বোমাও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা জিতেন্দ্র গুপ্তা। শুক্রবার সকালে তাঁর বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দেখতে পান, জিতেন্দ্র গুপ্তা রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর পড়ে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,  বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল পার্শ্ববর্তী বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। বাড়ির মালিক জিতেন্দ্র গুপ্তার হাত বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায়  তাঁকে কলকাতার হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, পুলিশ গিয়ে বাড়িতে থাকা মজুত হওয়া বোমা উদ্ধার করে নিয়ে যায়। মানুষের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।