MP Sougata Roy: ‘গোপাল পুরসভাটা ভাল চলছে না’, প্রকাশ্যে ধমক সাংসদ সৌগতর
MP Sougata Roy: পুর নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল সাহা ও কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তকে দফায় দফায় সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। একাধিকবার হাজিরাও দিয়েছেন তাঁরা।
কামারহাটি: দু’দিন আগেই দলীয় নেতাদের শুধরে নেওয়ার বার্তা দিতে শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ সৌগত রায়কে। আর এবার প্রকাশ্য মঞ্চে পুরপিতার পাশে দাঁড়িয়ে তাঁকে কার্যত ধমক দিলেন সাংসদ। পুরসভায় কাজ হচ্ছে না, মানুষ ঠিক মতো পরিষেবা পাচ্ছে না, এমন অভিযোগ শোনা গেল খোদ সাংসদের মুখে। গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সংস্থা ইডি-র নজরে রয়েছেন কামারহাটি পরিষেবার পুরপিতা গোপাল সাহা। বুধবার সভা মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়েই বার্তা দেন সৌগত রায়। বলেন, “মানুষ যখন ভোট দিয়েছে, তখন তাঁদের পরিষেবা দিতেই হবে।” খোদ সাংসদের মুখে এমন অভিযোগ শুনে কটাক্ষ করতে পিছপা হচ্ছেন না বিরোধীরা।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল সাহা ও কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তকে দফায় দফায় সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। একাধিকবার হাজিরাও দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তকে সাসপেন্ডও করা হয়েছে। বেলঘড়িয়ার এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে সৌগত রায় বলেন, “গোপাল পুরসভাটা ভাল চলছে না। কাজ হচ্ছে না। সবাই আমায় বলছে যে কোনও কাজ হচ্ছে না। মানুষ যাতে পরিষেবা পায় সেটা তুমি নিশ্চিত কর।”
সাংসদের দাবি, মানুষ তাঁকে জানিয়েছেন পুরসভা থেকে ময়লার গাড়ি বা অন্য কোনও সুবিধা চাওয়া হলে তমাল দত্তের অনুমতি নেওয়ার কথা বলা হয়। সাংসদ বলেন, “এই তমাল দত্ত কোন এমন মহাপুরুষ! সে তো সাসপেন্ড হয়ে গিয়েছে।” পাশাপাশি এলাকার অন্যান্য কাউন্সিলরদের উদ্দেশে সাংসদ বলেন, “আমাদের মানুষ নির্বাচিত করে এই পদে বসিয়েছে মানুষের কাজ করার জন্য। তাই আপনারা অন্যান্য আলোচনায় ব্যস্ত না থেকে মানুষ কীভাবে পরিষেবা পাবে সেটা নিয়ে আলোচনা করুন।”
সাংসদের মুখে এমন অভিযোগের কথা শুনে, সিপিএম নেতা সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “সাংসদ এখন তাঁর দলের লোককে ধমক দিচ্ছেন। যাতে পুরসভার তদন্তের দিকটা অন্য দিকে ঘুরে যায়। সাংসদ আগে থেকেই জানেন কামারহাটি পুরসভার পরিষেবার কী হাল?” কটাক্ষ করেছে বিজেপিও। বিজেপি নেতা কিশোর কর বলেন, “তৃণমূলের অবস্থা খুব খারাপ। পরিষেবা নিয়ে দলেরই পুর প্রধানকে ধমক দিতে হয় সাংসদ সৌগত রায় কে আগামিদিনে অনেক কিছু দেখার বাকি আছে সাধারণ মানুষের।”