Basirhat Accident: রক্তে ভিজে রাস্তা, পণ্যবাহী গাড়ি ও শ্রমিক বোঝাই ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মুহূর্তে শেষ পাঁচ প্রাণ
Basirhat: বসিরহাটের (Basirhat) মাটিয়া থানার রাহারআঁটির রাজ্য সড়ক ২ (টাকি রোড) এর ঘটনা। সোমবার সকালে মাটিয়া থানার খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে একদল জলের কলের মিস্ত্রি হাড়োয়া থানা এলাকায় কাজে যাচ্ছিল ইঞ্জিন ভ্যানে করে।
বসিরহাট: সপ্তাহের শুরুতে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। পণ্যবাহী গাড়ি ও শ্রমিক বোঝাই ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। মৃত পাঁচ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৩ জন।
বসিরহাটের (Basirhat) মাটিয়া থানার রাহারআঁটির রাজ্য সড়ক ২ (টাকি রোড) এর ঘটনা। সোমবার সকালে মাটিয়া থানার খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে একদল জলের কলের মিস্ত্রি হাড়োয়া থানা এলাকায় কাজে যাচ্ছিল ইঞ্জিন ভ্যানে করে। সেই সময় উল্টো দিক থেকে আসা বাঁধাকপি বোঝাই একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ওই ইঞ্জিন ভ্যানকে। যার জেরে ইঞ্জিন ভ্যানটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা সকলকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কারজনক হওয়ায় চারজনকে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। কিন্তু নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই দু’জন মারা যায়। বাকি দুইজনকে আরজিকরে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। বাকি একজন বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে।
ঘাতক গাড়ি সহ চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই গাড়িটিতে বসিরহাটের বাজারে সবজি নিয়ে আসা হয়েছিল। গাড়িটির গতিবেগ ছিল অত্যন্ত বেশি ছিল। যার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ইঞ্জিন ভ্যানটিকে ধাক্কা মারে গাড়িটি। তার জন্যই মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় গোবিন্দপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।