Jayant Singh House: ফুটপাথ তো সাফ হচ্ছে, জয়ন্ত সিং-এর ‘বেআইনি’ শ্বেতপ্রাসাদেও কি চলবে বুলডোজার? বাড়ি দেখে অবাক পুরসভাও
Jayant Singh House: গোপাল সাহা জানিয়েছেন, এমন একটি প্রাসাদোপম বাড়ি যে তৈরি হয়েছে, তা তিনি জানতেনই না। TV9 বাংলার মাধ্যমেই প্রথম দেখতে পান সেই বাড়ি। এরপর অফিসারদের পাঠানো হয়েছিল। তবে বাড়ির জমিটি কার, সেটা এখনও খুঁজে বের করতে পারেনি পুরসভা।
কামারহাটি: আড়িয়াদহর মৌসুমি মোড়ে গেলেই চোখে পড়বে চারতলা সাদা বাড়ি। সামনে পুকুর। কাচ দিয়ে ঘেরা ব্যালকনির রঙ-ঢঙই বলে দিচ্ছে, যেমন তেমন ব্যাপার নয়। বাড়ির জৌলুসই আলাদা। ইতিমধ্যেই জানা গিয়েছে, সে বাড়ি কামারহাটির ‘গ্যাংস্টার’ জয়ন্ত সিং-এর। যাঁর বিরুদ্ধে প্রতিনিয়ত একের পর এক অভিযোগ সামনে আসছে সেই জয়ন্ত এত বড় বাড়ি তৈরি করলেন কীভাবে? এই নিয়েই চর্চা চলছে সব মহলে। ওই বাড়ির যে কোনও অনুমোদন নেই, সে কথা স্বীকার করে নিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।
গোপাল সাহা জানিয়েছেন, এমন একটি প্রাসাদোপম বাড়ি যে তৈরি হয়েছে, তা তিনি জানতেনই না। TV9 বাংলার মাধ্যমেই প্রথম দেখতে পান সেই বাড়ি। এরপর অফিসারদের পাঠানো হয়েছিল। তবে বাড়ির জমিটি কার, সেটা এখনও খুঁজে বের করতে পারেনি পুরসভা। গোপাল সাহা বলেন, ‘জমির মালিক কে আমরা জানতে পারিনি। দাগ নম্বর চিহ্নিত করা হয়েছে।’
তবে বাড়ির কোনও প্ল্যানিং যে ছিল না, সেটা স্বীকার করে নিয়েছেন গোপাল সাহা। তিনি স্পষ্ট বলেন, ‘বেআইনিভাবে তৈরি হয়েছে বাড়িটি।’ চেয়ারম্যানের দাবি, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এক বছর আগে মারা গিয়েছেন, তাই বাড়িটির কথা জানা যায়নি।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, বেআইনি নির্মাণ সরিয়ে ফেলতে হবে। হকারদেরও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাঁর নির্দেশের পর রীতিমতো বুলডোজার নিয়ে উচ্ছেদ চলে জায়গায় জায়গায়। কিন্তু জয়ন্ত সিং-এর বেআইনি বাড়ির ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে? গোপাল সাহা বলছেন, ‘বাড়ি ভাঙার আগে যে প্রক্রিয়া সেটা চলছে। সেটা শেষ হলে ভাঙা হতে পারে সাদা বাড়ি।’